বাইডেনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইজ়রায়েলকে ‘২০০০ পাউন্ড’ বোমা উপহার ট্রাম্পের

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- তিনি আমেরিকার প্রেসিডেন্টের চেয়ারে বসার ঠিক আগের দিনই কার্যকর হয়েছে গাজ়া যুদ্ধবিরতি চুক্তি। বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীনই এই চুক্তি হলেও, এর কৃতিত্ব নিতে চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে সত্যিই তিনি এই যুদ্ধের অবসান চান কি না, এই প্রশ্ন তুলে দিচ্ছে তাঁর এক সাম্প্রতিক পদক্ষেপ। সংবাদ সংস্থা রয়টার্সকে হোয়াইট হাউসের একটি সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজ়রায়েলকে ‘২০০০ পাউন্ড’ বোমা উপহার দিতে চলেছেন।

আরও পড়ুন:– আধার কার্ড দেখিয়ে 10,000 টাকার লোন নিতে পারবেন। কী কী শর্ত রয়েছে? কিভাবে আবেদন করবেন জানুন

সদ্য প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন চেয়েছিলেন ইজ়রায়েলের হাতে যাতে ২০০০ পাউন্ড ওজনের এই ভয়ানক বোমাগুলি না যায়। গাজ়া ভূখণ্ডে অসামরিক জনগণের উপর, এই বোমাগুলির প্রভাব কী ভয়ানক হতে পারে, সেই বিষয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি। আর তাই, ইজ়রায়েলে এই বোমাগুলি সরবরাহ করার বিষয়ে মার্কিন বাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প নাকি সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন।

এই বিষয়ে বিস্তারিত তথ্য না জানালেও, ট্রুথ সোশ্যাল হ্যান্ডলে ট্রাম্প বলেছেন, ‘ইজ়রায়েল অনেক জিনিস অর্ডার করেছিল এবং অর্থও দিয়েছিল। কিন্তু, বাইডেন তা পাঠাননি। এখন সেগুলি বাস্তবায়নের পথে রয়েছে।’ বস্তুত, প্রেসিডেন্টের চেয়ারে ট্রাম্প থাকুন বা বাইডেন, আমেরিকা সবসময়েই ইজ়রায়েলের পক্ষেই রয়েছে। গাজ়া ভূখণ্ডে ইজ়রায়েলি হামলার কারণে ওয়াশিংটনে আমেরিকান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। তবে তাতে ইজ়রায়েলকে অস্ত্র সরবরাহ করা বন্ধ হয়নি।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন