‘বাইডেনের মতো স্মৃতিশক্তি হারাচ্ছেন মোদি’, সভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ রাহুলের

By Bangla news dunia Desk

Published on:

 

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) সঙ্গে তুলনা টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)। তাঁর দাবি, বাইডেনের মতো স্মৃতিশক্তি হারাচ্ছেন মোদি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রায়শই মৌখিক গাফিলতি সহ নানা কীর্তির জন্য বাইডেনের সুস্থতা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার মহারাষ্ট্র নির্বাচনের ঠিক আগে মোদির বিরুদ্ধেও একই অভিযোগ আনলেন রাহুল।

আরো পড়ুন :- দিল্লির ‘খান চকে’র নাম বদলে দিল মোদী সরকার ! জানুন কি হল নতুন নাম ?

শনিবার মহারাষ্ট্রের অমরাবতীতে (Amravati) একটি সমাবেশে যোগ দিয়েছিলেন রাহুল গান্ধি। সেখানে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, ‘আমার বোন (প্রিয়াংকা গান্ধি) আমাকে বলেছিলেন যে তিনি মোদিজির বক্তৃতা শুনেছেন। কিন্তু আমি আজকাল ভাষণে যেসব বিষয় নিয়ে সরব হচ্ছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সেই সব বিষয়গুলি নিয়েই সরব হচ্ছেন। আমি মোদিজিকে দেশে জাতগণনা করার কথা বলেছিলাম। এমনকি বলেছিলাম কংগ্রেস এবং ইন্ডিয়া জোট সংরক্ষণে ৫০ শতাংশ সীমা বাতিল করবে। কিন্তু তিনি এখন বলছেন আমি নাকি সংরক্ষণের বিরুদ্ধে। হয়তো তিনি তাঁর স্মৃতিশক্তি হারিয়ে ফেলছেন জো বাইডেনের মতো।’ রাহুল আরও বলেন, ‘গত এক বছর ধরে, আমি বলে আসছি যে বিজেপি আমার বক্তৃতায় সংবিধানকে আক্রমণ করছে। কিন্তু, প্রধানমন্ত্রী মোদি বলছেন কংগ্রেস সংবিধানকে আক্রমণ করছে। এরপরের বৈঠকে হয়তো তিনি বলবেন, আমি জাতগণনার বিরুদ্ধে।’

আরো পড়ুন :- কেমন হবে ট্রাম্প-মোদীর রসায়ন ? জানালেন জয়শঙ্কর

আরো পড়ুন :- মাত্র ৫ বছরেই কোটিপতি, ২ টাকার এই শেয়ারে রিটার্ন ৬৩১৬২%। বিনিয়োগ করার আগে জেনে নিন

প্রসঙ্গত, এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের হয়ে লড়াইয়ে নেমেছিলেন খোদ বাইডেনই। কিন্তু একটি অনুষ্ঠানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এমনকি মঞ্চে নিজের স্ত্রীকেও চিনতে ভুল করেন তিনি। এরপরই ডেমোক্র্যাটদের অন্দরেই বাইডেনের শারীরিক সুস্থতা নিয়ে প্রশ্ন ওঠে। যদিও পরবর্তীতে তিনি নির্বাচনি লড়াই সরে আসেন। তাঁর বদলে ডেমোক্র্যাট প্রার্থী হয়েছিলেন কমলা হ্যারিস। এবার সেই তুলনা টেনে মোদিকে আক্রমণ করলেন রাহুল।

আরো পড়ুন :- পাহাড়ে কর্মসংস্থানে জোর, ৪টি ‘স্কিল ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন