বাইডেনের স্ত্রীকে সবচেয়ে দামি উপহার নরেন্দ্র মোদির !  

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ : এ মাসেই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হচ্ছে বাইডেনের। হোয়াইট হাউস ছাড়ার আগে বিশ্বনেতাদের কাছ থেকে পাওয়া উপহারের তালিকা প্রকাশ করেছেন বাইডেন ও তাঁর স্ত্রী। তাতে দেখা গিয়েছে ফার্স্ট লেডি জিলকে দেওয়া সবচেয়ে মূল্যবান উপহারটি হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) দেওয়া হিরে। ২০ হাজার ডলারের সাড়ে সাত ক্যারটের হিরেটি (Diamond) আর্থিক মূল্যে সবার উপরে। মোদি ২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। তিনি তখন বাইডেন জায়াকে (Jill Biden) উপহারটি দেন। জিল কিন্তু হিরেটি ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারবেন না। বিদেশি রাষ্ট্রনেতাদের উপহার রাষ্ট্রীয় সম্পত্তি। মোদির দেওয়া হিরে হোয়াইট হাউসের ইস্ট উইংয়ে রাখা থাকবে।

আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া

 

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন