বাকি আর এক টেস্ট, WTC ফাইনালে খেলতে কোন হিসেব মেলাতে হবে ভারতকে?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রবেশ করেছে দক্ষিণ আফ্রিকা। এই প্রথমবার তারা ফাইনালে প্রবেশ করল। এবার দ্বিতীয় স্থানে কোন দল যাবে সেটা নিয়ে চলছে লড়াই। গত দু’বার ভারত ফাইনাল খেললেও রানার্স হয়েছে। এবার ফাইনালে প্রবেশ করলে প্রথম দল হিসেবে পরপর তিনটে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রবেশের নজির তৈরি করবে। সেটা হবে কি না এখন বড় প্রশ্ন। কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে ভারত মোটেও সুবিধাজনক জায়গায় নেই। তিন নম্বরে থাকলেও দৌড়ে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। এই পরিস্থিতিতে কোন অঙ্কে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারে?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রবেশের জন্য দৌড়ে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত ও শ্রীলঙ্কা। জেনে নিন কোন দলের সম্ভাবনা কতটা?

আরো পড়ুন:– প্যান কার্ড নিস্ক্রিয় হতে চলেছে নতুন বছরে? এইভাবে প্যান কার্ড স্ট্যাটাস চেক করে জানুন

অস্ট্রেলিয়া

মেলবোর্নে জেতার পর অস্ট্রেলিয়া এখন ডব্লুটিসি ফাইনালের জন্য অনেকটা এগিয়ে গিয়েছে। সিডনিতে জিততে পারতে তারা প্রবেশ করবে ফাইনালে। ভারত সিরিজ়ের পর অস্ট্রেলিয়ার সামনে রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ়। যদি অজ়িরা সিডনি টেস্ট জেতে তাহলে শ্রীলঙ্কা সিরিজ়ের কোনও গুরুত্ব থাকবে না। যদি সিডনি টেস্ট ড্র হয় সেক্ষেত্রে তাহলে অস্ট্রেলিয়াকে শ্রীলঙ্কা সিরিজ়ে একটা ম্যাচ ড্র করলেই হবে। যদি সিডনি টেস্ট অস্ট্রেলিয়া হেরে যায় তাহলে তাদের শ্রীলঙ্কাকে একটা ম্যাচে অস্ট্রেলিয়াকে হারালেই হবে।

ভারত

পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে এখন তিন নম্বরে নেমেছে ভারত। নিউ জ়িল্যান্ডের কাছে ঘরের মাঠে হারের পর এখন অস্ট্রেলিয়ার কাছে হেরে চাপে। ভারতের টেস্ট দল ক্রমাগত নিচের দিকে নামছে। মেলবোর্নে ভারতের হার মানে ফাইনালে যাওয়ার রাস্তা বন্ধ। ভারত যদি মেলবোর্নে জিতে যায় তাহলে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার দিকে। কারণ ভারতকে ফাইনালে যেতে গেলে মেলবোর্নে জিততে হবে এবং শ্রীলঙ্কাকে দুটো ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে হবে।

যদি সিডনি টেস্ট ড্র হয় এবং অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা সিরিজ় ড্র হয় তাহলে ভারত ফাইনালে প্রবেশ করবে। এক কথায় বলতে গেলে ভারতকে ফাইনালে যেতে গেলে সিডনি টেস্ট জিততেই হবে। ড্র করলে অন্য দলের দিকে তাকাতে হবে আর হারলে সব রাস্তা বন্ধ হয়ে যাবে।

আরো পড়ুন: লং টার্মে লগ্নি কথা ভাবছেন? ২০২৫ সালে কিনতে পারেন এই ৯ স্টক

আরো পড়ুন:– কেটে গিয়েছে ৪০ বছর, এখন পোড়ানো হবে ভোপাল গ্যাস দুর্ঘটনার বিষাক্ত বর্জ্য, এতো দেরি কেন ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন