Bangla News Dunia, অজয় দাস :- করোনা আতঙ্ক সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এমনকি সুপার পাওয়ার আমেরিকা ও করোনার সামনে নিজেকে দুর্বল মনে করছে। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে। এছাড়া সমস্ত বড় বড় ইভেন্ট যেমন – ফুট বল ম্যাচ , ক্রিকেট ম্যাচ , অলিম্পিক এমনকি বিভিন্ন রাষ্ট্র প্রধানদের বিদেশ যাত্রা ও বন্ধ রাখা হয়েছে। ভারতে ২৯ মার্চ থেকে অনুষ্ঠিত হতে চলা ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL) ১৫ মার্চ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
এই মারণ ভাইরাসে আতঙ্কের মধ্যে এক দল কানাডিয়ান বিজ্ঞানী আশার আলো দেখাচ্ছেন। এই গবেষকদের দলে ভারতীয় বংশোভূত বিজ্ঞানী অরিঞ্জন বন্ধোপাধ্যায়। অরিঞ্জন বাবুর দাবি তারা কিছুটা হলেও এই ভাইরাসকে আটকে দেবার উপায় বের করতে পেরেছেন । তিনি আরো জানান একদম শেষ মুহূর্তের গবেষণা চলছে আর তাতে সফলতা মিললেই বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়া থেকে আটকানো যাবে এই ভাইরাসকে । তিনি আরো জানান গবেষকরা মনে করছেন তাঁরা এই মারণ ভাইরাসকে রুখে দিতে পারবেন।
[ আরো পড়ুন :- দাম বাড়তে চলেছে আপনার হাতে থাকা মোবাইল ফোনের ]
অরিঞ্জন বাবু বলেন আমরা যদি এই মারণ ভাইরাসকে রুখতে পারি তবে এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয় হবে । তিনি জানান ইতি মধ্যেই তারা এস এ আর এস কোভিড – টু ভাইরাসকে আলাদা করতে পেরেছেন । তিনি আরো জানান তাঁদের এই গবেষণার ফল অন্য দেশের গবেষকদের সাথেও শেয়ার করবেন । যাতে সবাই মিলে এই ভাইরাসকে রুখে দিতে পারেন ।
তাদের গবেষণায় তারা দুজন রোগীর রক্ত ও মুখের লালা রসের নমুনা সংগ্রহ করে এবং পরীক্ষায় তারা করোনাকে কিছুটা কাবু করার হদিশ খুঁজে পায়।
এই দিন ইরানে ১৫০০ লোক এই ভাইরাসে আক্রান্ত হন । যা সারা বিশ্বে একদিনে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি । এই ভাইরাস চীনের বাইরে চীনের থেকে ১৭ গুন বেশি হারে ছড়িয়ে পড়ছে । এই দিন পর্যন্ত ভারতেও ১০৭ জন মানুষকে এই ভাইরাসে আক্রান্ত পাওয়া গেছে ।