বাঙালি যাত্রীকে ‘বাংলাদেশি’ বলে সম্বোধনের অভিযোগ, জানুন এক দিন পর কী বলল কলকাতা মেট্রো ?

By Bangla News Dunia Desk Bappaditya

Updated on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের জেরে যখন দেশীয় রাজনীতি তথা কূটনীতির আবহ সরগরম, তখন এক বাঙালি যাত্রীর বিরুদ্ধে ‘বাংলাদেশি’ শব্দটি ব্য়বহারের অভিযোগে বিদ্ধ কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। যদিও ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ‘অভিযুক্ত’ মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হলো, জাতি বিদ্বেষমূলক মন্তব্য় করার অভিযোগটি সম্পূর্ণ ‘ভিত্তিহীন’। অভিযোগ খতিয়ে দেখতে অভিষেক কুমার আনন্দ নামে অভিযুক্ত মেট্রোকর্মীর বিরুদ্ধে যে বিভাগীয় তদন্ত শুরু হয়েছিল, তা শেষ হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ।

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর হাওড়া মেট্রো স্টেশনে কর্মরত অভিষেক কুমার আনন্দের বিরুদ্ধে জাতিবিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ করেন এক যাত্রী। ঘটনাটিকে কেন্দ্র করে একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিয়োর সূত্রেই জানা যায় (ভিডিয়োটির সত্য়তা যাচাই করেনি বাংলা নিউস দুনিয়া অনলাইন), এক যাত্রী হাওড়া স্টেশনে টিকিট কাটার সময় বাংলা ভাষায় কথা বলছিলেন। তখন ওই মেট্রো কর্মী আপত্তি তোলেন বলে অভিযোগ। ‘বাংলা বাংলা করবেন না, তা হলে এটাও বাংলাদেশ হয়ে যাবে,’ এই মন্তব্য করা হয় বলেও অভিযোগ অভিষেকের বিরুদ্ধে।

আরো পড়ুন:- তৈরি হয়ে গিয়েছে ক্যান্সারের টিকা, বড় দাবি রাশিয়ার। কবে থেকে দেওয়া হবে, জানিয়ে দিলো

যে বঙ্গদেশের মেট্রোয় বাংলা ভাষায় গোটা গোটা অক্ষরে স্টেশনের নাম লেখা থাকে, সেখানে এক বাঙালি যাত্রীকে ‘বাংলাদেশি’ সম্বোধনে ডাকার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে স্টেশন চত্বর। সোশ্যাল মিডিয়াতেও নেটিজ়েনদের একাংশ সরব হন। ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর, বুধবার (১৮ ডিসেম্বর) কলকাতা মেট্রোর তরফে বলা হয়, ‘অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে প্রমাণিত হয়েছে।’ কলকাতা মেট্রোর তরফে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ওই কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলাকালীন হাওড়া মেট্রো স্টেশনের বুকিং অফিস এলাকার প্রত্য়েকটি সিসিটিভি-র ফুটেজ পরীক্ষা করা হয়েছে। কর্তব্যরত আরপিএফ এবং অন্যান্য কর্মীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযোগকারী যাত্রীর বক্তব্যের ভিত্তিতে কোনও ফটোগ্রাফিক প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। মেলেনি বিবাদ-বচসা সংক্রান্ত কোনও বাকযুদ্ধের প্রমাণও (ওরাল এভিডেন্স)।

প্রসঙ্গত, গত নভেম্বর মাসেই কলকাতা মেট্রোয় দুই যাত্রীর মধ্যে ‘ভাষা-যুদ্ধ’ হতে দেখা গিয়েছিল। এক যাত্রীকে বলতে শোনা যায়, ‘আপনি বাংলাদেশে নয়, ভারতে রয়েছেন। আপনাকে বাংলার সঙ্গে হিন্দি ভাষাটাও শিখতে হবে।’ এই মন্তব্যের প্রতিবাদ করেন আর এক যাত্রী। ঘটনার ভিডিয়ো ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। এর পর আবারও এক মেট্রো কর্মীর বিরুদ্ধে জাতিবিদ্বেষমূলক মন্তব্য় করার অভিযোগ ওঠায় উত্তাপ ছড়ায় সোশ্য়াল মিডিয়ায়, যাকে ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধে।

বিষয়টি নিয়ে ‘বাংলা পক্ষ’-এর তরফে কৌশিক মাইতি বলেন, ‘মেট্রো কর্তৃপক্ষ মিথ্যা কথা বলছেন। ঘটনার সময়ই ওখান থেকে ভিডিয়ো তোলা হয়েছে। আসলে মেট্রো কর্তৃপক্ষ নিজেরাই বাঙালি বিদ্বেষী। মেট্রোর বহিরাগত কর্মীদের বিরুদ্ধে এ রকম অভিযোগ আগেও এসেছে।’ বিষয়টি নিয়ে আগামী দিনে মেট্রো-র বিরুদ্ধে আন্দোলনে নামারও হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বাংলা পক্ষের তরফে।

আরো পড়ুন:- সুখবর! ১৯,৯০০ টাকা বেতন, মাধ্যমিক পাশে ভারতীয় পোস্ট অফিসে প্রচুর কর্মী নিয়োগ! শীঘ্রই এভাবে আবেদন করুন

 

 

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন