Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণায় বিভিন্ন দেশের বাজার ডাউন। এর মধ্যেই টাকার দামে রেকর্ড পতন। এ সবের ধাক্কায় বাজেটের পর শেয়ার বাজার খুলতেই মুখ থুবড়ে পড়েছে সেনসেক্স ও নিফটি৫০। এর পাশাপাশি অন্য সেক্টরাল ইনডেক্সও নেগেটিভে রয়েছে। এবং অধিকাংশ সংস্থার স্টকের দাম পড়েছে। এই কঠিন পরিস্থিতিতেও পেটিএম-এর শেয়ার দর ৫.২৭ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছিল ৭৮৩ টাকায়। তার পর দাম অবশ্য কিছুটা কমেছে। বেলা আড়াটা নাগাদ ৪ শতাংশের বেশি বেড়ে পেটিএম-এর শেয়ার দর হয়েছে ৭৭৫ টাকা। যদিও গত এক মাস ধরে এই সংস্থার শেয়ার দর কমেছে। কিন্তু হঠাৎ আজ কেন বাড়ল?
ফিনটেক সংস্থা পেটিএম-এর পেরেন্ট কোম্পানি হলো ওয়ান ৯৭ কমিউনিকেশনস। পেটিএম-এর মতো পেটিএম ক্লাউড টেকনোলজিস ওই সংস্থার অধীনস্ত। পেটিএম ক্লাউড টেকনোলজিস সম্প্রতি এক মার্কিন সংস্থায় বিনিয়োগ করেছে। সেভেন টেকনোলজি এলএলসি নামের ওই সংস্থায় ৮.৭০ কোটি টাকা লগ্নি করেছে পেটিএম ক্লাউড টেকনোলজি। এর মাধ্যমে ওই সংস্থার ২৫ শতাংশ শেয়ারের মালিক হয়েছে। এই বিনিয়োগের কথা সেবিকে জানিয়েছে ওয়ান ৯৭ কমিউনিকেশনস। তার পরই পেটিএম-এর শেয়ার দর বেড়েছে।
দিনিয়ে করেসপনডেন্টে বানকারিয়ো ই মেইওস দে পাগামেন্টো লিমিটেড ব্রাজ়িলের একটি ফিনান্স স্টার্টআপ সংস্থা। এই সংস্থা ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে থাকে। ব্রাজিলের এই স্টার্ট আপ সেভেন টেকনোলজির অধীনস্ত সংস্থা। তাতেই বিনিয়োগ করেছে পেটিএম ক্লাউড। নতুন বিনিয়েগের জেরেই সোমবার পেটিএম-এর শেয়ার দর বেড়েছে। যদিও গত এক মাসে পেটিএম-এর শেয়ার দর ২১ শতাংশ কমেছিল। গত ৬ মাসে তা কমেছে প্রায় ৪৭ শতাংশ। গত ৬ মাসে এত পতনের পরও গত এক বছরে ৬০ শতাংশ রিটার্ন দিয়েছে এই স্টক।
(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)
আরও পড়ুন:– আরও বড় বিপর্যয়ের অপেক্ষায় কলকাতা? জানতে বিস্তারিত পড়ুন
আরও পড়ুন:– কোনও অনুশোচনা নেই, চুম্বন বিতর্কে আর কী বললেন উদিত নারায়ণ?