বাজির শব্দে মিশে গেল ফায়ারিংয়ের আওয়াজ, জোড়া খুন দিল্লিতে

By Bangla News Dunia Rajib

Published on:

gun

Bangla News Dunia , Rajib : দীপাবলির রাতে হাড়হিম কাণ্ড দিল্লিতে। বাজি ফাটানোর সময়ে এক ব্যক্তি ও তাঁর ভাইপোকে গুলি করে হত্যার অভিযোগ। বৃহস্পতিবার রাতে দিল্লির শহদরা এলাকায় নিজের বাড়ির সামনেই খুন হলেন দু’জন। খুনে জড়িত থাকার অভিযোগে ১৬ বছরের এক কিশোরকে আটক করেছে দিল্লি পুলিশ। সূত্রের খবর, আর্থিক লেনদেন সংক্রান্ত গোলমালে খুনের সুপারি দিয়েছিল ওই কিশোর।

শুট আউটের ঘটনা সিসিটিভিতে ধরা পড়েছে। দিল্লির শহদরা এলাকার ফরশ বাজারের সামনে রাত ৮টা নাগাদ গুলি চলে। ৪৪ বছরের আকাশ শর্মা এবং তাঁর ভাইপো ঋষভ (১৬) এবং ছেলে কৃশ (১০) দীপাবলিতে বাড়ির সামনে বাজি পোড়াচ্ছিলেন। ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই কিশোর মোটরবাইকে করে এসে আকাশ শর্মার বাড়ির সামনে দাঁড়ায়। তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করে। দূরে আরও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মুহূর্তের মধ্যে সেই ব্যক্তি এগিয়ে এসে আকাশকে লক্ষ্য করে গুলি চালায়। পাঁচ রাউন্ড গুলি চলে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আকাশ। আহত হয় ছেলে কৃশও। ভাইপো ঋষভ শুটারের পিছু ধাওয়া করলে তাকেও গুলি করা হয়। এই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যদিও তার সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন।

আরো পড়ুন :- ইজরায়েলের হাতে ‘মাদার অফ অল বম্ব’ ! ধ্বংস হয়ে যাবে মুসলিম দুনিয়া ?

আরো পড়ুন :- চীন-পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে দিল ভারত !

জানা গিয়েছে, ধৃত কিশোর আকাশ শর্মাকে বেশ কিছু টাকা ধার দিয়েছিল। অভিযোগ, কিছুতেই টাকা ফেরত দিচ্ছিলেন না আকাশ। সেই ক্ষোভে দিন পনেরো আগে আকাশকে খুনের পরিকল্পনা করে ওই কিশোর।

আরো পড়ুন :- বদলাচ্ছে মার্কিন রাজনীতি ! ভারতের জন্য ভালো নাকি খারাপ ?

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত কিশোর এবং আকাশ শর্মা ও তাঁর পরিবারের নাম আগেও পুলিশের খাতায় উঠেছে।

#End

আরো পড়ুন:- বেকার ছেলে মেয়ে সবাইকে প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, কিভাবে ই শ্রম কার্ড অনলাইন আবেদন করবেন?

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন