Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গত বছর থেকেই আইপিও-র বাজার চাঙ্গা রয়েছে। এ বছরের শুরুতেও সেই প্রবণতা বজায় রয়েছে। জানুয়ারি মাসের গত তিন সপ্তাহে একাধিক আইপিও এসেছে বাজারে। যেগুলির অধিকাংশই প্রত্যাশার থেকেও বেশি সাড়া পেয়েছে লগ্নিকারীদের কাছ থেকে। অনেক সংস্থারই স্টক এক্সচেঞ্জে লিস্টিং হয়েছে ইস্যু প্রাইসের থেকে অনেকটা বেশি দামে। সামনের শনিবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে এস সপ্তাহে ২টি সংস্থার আইপিও-র সাবস্ক্রিপশন শুরু হবে। গত সপ্তাহে শুরু হওয়া কয়েকটি সংস্থার আইপিও-র সাবস্ক্রিপশনও চলবে। এর পাশাপাশি ৬টি সংস্থার আইপিও-র লিস্টিং শিডিউল রয়েছে এ সপ্তাহে।
Dr Agarwals Healthcare IPO: ২৯ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত সাবস্ক্রিপশন চলবে এই সংস্থার আইপিও-র। এর মাধ্যমে বাজার থেকে ৩ হাজার ২৭ কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে ডক্টর আগরওয়াল হেলথকেয়ার। ৭৫ লক্ষ শেয়ার ফ্রেস ইস্যুর মাধ্যমে বাজার থেকে ৩০০ কোটি টাকা উঠে আসবে। ৬ কোটি ৭৮ লক্ষ শেয়ারের অফার ফর সেলের মাধ্যমে ২ হাজার ৭২৭ কোটি টাকা উঠবে। এই সংস্থার প্রতি শেয়ারের প্রাইস ব্যান্ড ৩৮২ থেকে ৪০২ টাকা। এই সংস্থার আইপিও নিয়ে লগ্নিকারীদের আগ্রহ চরমে থাকবে বলে আশা একাধিক বিশ্লেষক সংস্থার।
আরও পড়ুন:– কোন ব্যাঙ্ক থেকে পার্সোনাল লোন নেওয়া সুবিধাজনক? প্রসেসিং চার্জ কার বেশি? রইল তালিকা
Malpani Pipes IPO: বাজার থেকে ২৫ কোটি ৯২ লক্ষ টাকা তোলার লক্ষ্য রয়েছে এই মালপানি পাইপসের। এই সংস্থার ২৮ লক্ষ ৮০ হাজার শেয়ার কিনতে সাবস্ক্রিপশন চলবে ২৯ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। এর প্রাইস ব্যান্ড ৮৫ থেকে ৯০ টাকা।
H.M. Electro Mech IPO: ২৪ জানুয়ারি সাবস্ক্রিপশন শুরু হয়েছিল এই সংস্থার। ২৮ জানুয়ারি পর্যন্ত তা চলবে। প্রায় ৩৭ লক্ষ শেয়ারের মাধ্যমে ২৭ কোটি ৭৪ লক্ষ টাকা তুলবে এই সংস্থা। এর প্রাইস ব্যান্ড ৭১ থেকে ৭৫ টাকা। ৩১ জানুয়ারি বম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টিং হবে এই সংস্থার।
GB Logistics IPO: এই আইপিও-র সাবস্ক্রিপশনও ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে। ২৪ লক্ষ ৫৮ হাজার শেয়ার ফ্রেশ ইস্যুর মাধ্যমে বাজার থেকে ২৫ কোটি ৭ লক্ষ টাকা তুলবে জিবি লজিস্টিক। এর প্রাইস ব্যান্ড ৯৫ থেকে ১০২ টাকা। ৩১ জানুয়ারি বম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টিং হবে এই সংস্থার।
CLN Energy IPO: ২৭ জানুয়ারি এই সংস্থার আইপিও-র কেনার শেষ সুযোগ পাবেন লগ্নিকারীরা। প্রায় ২৯ লক্ষ শেয়ার ফ্রেশ ইস্যুর মাধ্যমে ৭২ কোটি টাকারও বেশি উঠে আসবে এই সংস্থার ঝুলিতে। এর প্রাইস ব্যান্ড ২৩৫ থেকে ২৫০ টাকা। ৩০ জানুয়ারি বম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টিং হবে এই সংস্থার।
এর পাশাপাশি ৬টি সংস্থার আইপিও-র লিস্টিং রয়েছে এ সপ্তাহে। লিস্টিংয়ের জন্য ধার্য হওয়া দিনে স্টক এক্সচেঞ্জে নাম নথিভুক্ত হবে ওই সমস্ত সংস্থার স্টকের। যে কোনও আইপিও-র জন্যই এই দিনটি গুরুত্বপূর্ণ।
Denta Water IPO: ২৭ জানুয়ারি বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে নাম লেখাবে এই সংস্থা। ইস্যু প্রাইসের থেকে অনেক বেশি দামে লিস্টিং হয়ে পারে এই সংস্থার শেয়ারের।
CapitalNumbers Infotech IPO: ২৭ জানুয়ারি বম্বে স্টক এক্সচেঞ্জে নাম নথিভুক্ত হবে এই সংস্থার শেয়ারের।
Rexpro Enterprises IPO: ২৭ জানুয়ারি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে নাম লেখাবে এই সংস্থা।
এ ছাড়াও সিএলএন এনার্জি, জিবি লজিস্টিক এবং রেক্সপো এন্টারপ্রাইজ়ের লিস্টিং হবে স্টক এক্সচেঞ্জে।
(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)