বাজেটের পরের দিনই সোনা-রুপোর দামে মিল স্বস্তি, এক ক্লিকেই জেনে নিন দাম

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : সবার প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট ২০২৫ (Budget 2025)। আর এই বাজেটে একগুচ্ছ ঘোষণা করে সকলের মন জয় করে নিয়েছে কেন্দ্রীয় সরকার। বিশেষ করে মধ্যবিত্ত ঘরের মানুষদের মুখে হাসি ফুটিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে এখানেই শেষ নয়, বাজেটের পরের দিনই ও বিয়ের মরসুমে সোনা ও রুপোর দামেও আজ রবিবার বিরাট চমক লক্ষ্য করা গেল। এমনিতে আজ রবিবার অর্থাৎ ছুটির দিন। আর ছুটির দিনে সোনা রুপোর দাম কী থাকে সেটা জানার জন্য মুখিয়ে থাকেন মধ্যবিত্ত ঘরের মানুষ। বিগত বেশ কিছুটা সময় ধরে সোনা ও রুপোর দাম উর্দ্ধমুখী ছিল। তবে আজ কিছুটা হলেও মিলল স্বস্তি। তাহলে কি দাম কমল? বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।



কলকাতায় সোনার দাম | Todays Gold Rate in Kolkata |

ইতিমধ্যে সোনার দাম ৮০ হাজারের গন্ডি পেরিয়েছে। আগামী কিছু মাসের মধ্যে এই দাম আরও আকাশছোঁয়া হতে পারে বলে আশঙ্কা করছে ব্যবসায়িক মহল। তবে আজ একটা সুখবর রয়েছে। এদিন আর নতুন করে ২২, ২৪ ক্যারটে সোনার দাম বাড়েনি। আবার দাম কিন্তু কমেওনি। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে আজ কত টাকায় মিলছে সোনা ও রুপো? জেনে নিন বিশদে।

আরও পড়ুন:– নির্মলার বাজেটের পর খোশ মেজাজে রয়েছে এ সব সেক্টরের স্টক, রইলো তালিকা

২২ ক্যারেট সোনার দাম

রবিবার ২২ ক্যারটে ১০ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ৭৭,৪৫০ টাকায়। গতকালও এই একই দাম ছিল।

২৪ ক্যারেট সোনার দাম

এবার আসা যাক ২৪ ক্যারটের প্রসঙ্গে। গতকাল শনিবার ২৪ ক্যারটে যেখানে ১০ গ্রাম সোনার দাম ছিল ৮৪৯০ টাকা. সেখানে আজও একই দাম রয়েছে।

রুপোর দাম

এবার আসা যাক রুপোর দাম প্রসঙ্গে। রবিবার রুপোর দামেও কোনো পরিবর্তন হয়নি। আজ কলকাতা শহরে ১০০ গ্রাম রুপো বিক্রি হচ্ছে ৯৯৫০ টাকায়। এছাড়া এক কেজি রুপো বিক্রি হচ্ছে ৯৯,৫০০ টাকায়।

এভাবে জানুন Gold Rate

আপনি কিন্তু বাড়িতে বসেই শুধুমাত্র একটা ফোন কলের মাধ্যমে সোনা ও রুপোর দর জেনে নিতে পারেন। কেন্দ্রীয় সরকার ঘোষিত ছুটির দিন ব্যতীত শনিবার ও রবিবার আইবিজেএ দ্বারা হারগুলি প্রকাশ করা হয় না। ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার গয়নার খুচরা দাম জানতে 8955664433 একটি মিসড কল দিতে পারেন। এরপরেই আপনার ফোনের এসএমএসের মাধ্যমে রেট চলে আসবে। এ ছাড়া ঘন ঘন আপডেট সম্পর্কে তথ্যের জন্য www.ibja.co বা ibjarates.com ভিজিট করতে পারেন।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন