Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ২০২৫ সালের কেন্দ্রীয় বাজেট পেশের আগে প্রতি বছরের মতো এ বারও হালুয়া রান্না করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শুক্রবার অনুষ্ঠিত হলো চিরাচরিত সেই হালুয়া সেরেমনি। এই নিয়ে অষ্টমবার কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন।
একটি বড় কড়াইতে রান্না করা হয় হালুয়া। নর্থ ব্লকের কিচেনে নিজে হাতে হালুয়া রাঁধেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এর পর নিজে সকলকে পরিবেশনও করেন সেটি। মূলত বাজেট তৈরির প্রক্রিয়া যে সরকার পদস্থ আধিকারিকরা রয়েছেন, তাঁদের নিজের হাতে হালুয়া পরিবেশন করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
বাজেট পেশের পাঁচ দিন আগে হালুয়া সেরেমনি অনুষ্ঠিত হয় নর্থ ব্লকে। আগামী ১ ফেব্রুয়ারি তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট। তার আগে শুক্রবার, ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হলো হালুয়া সেরেমনি।
বাজেট তৈরির পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে, তাঁদের অবদান উদযাপন করতেই এই মিষ্টি হালুয়া তৈরি করা হয়। প্রতীকী এই অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের সকলকে অভিবাদন জানানো হয়।
আরও পড়ুন:– Jio গ্রাহকদের জন্য সুখবর! ট্রাইয়ের নির্দেশ মেনে দু’টি সস্তার প্ল্যান আনল Jio, জেনে নিন বিস্তারিত
হালুয়া সেরেমনি হয় বাজেটের পাঁচ দিন পূর্বে। এই সময়ের মধ্যে চূড়ান্ত করে ফেলা হয় বাজেট। বজায় রাখা হয় বাজেটের গোপনীয়তা। এটিকেই বলা হয় লক-ইন পিরিয়ড।
বাজেট তৈরির প্রক্রিয়ার সঙ্গে জড়িত পদস্থ কর্তা এই লক-ইন পিরিয়ডে নর্থ ব্লকে কার্যত নিভৃতবাসে থাকেন। এই সময়ের মধ্যে তাঁদের মোবাইল ফোন পর্যন্ত ব্যবহার করতে দেওয়া হয় না।
বাজেট বাইরে লিক হওয়া আটকাতে লক-ইন পিরিয়ডে কড়া নজরদারি চালানো হয় নর্থ ব্লকে। বাইরের দুনিয়ার সঙ্গে কার্যত দায়িত্বপ্রাপ্ত অফিসারদের বাইরের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাজেটের অনুমোদন না দেওয়া পর্যন্ত চলে এই কোয়ারেন্টাইন পর্ব। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে তবেই বাজেটের কাগজ ছাপানো হয়।
বাজেটের কাগজ লক-ইন পিরিয়ডে রাখা থাকে দিল্লির নর্থ ব্লকের বেসমেন্টে। অত্যন্ত কড়া নিরাপত্তার ঘেরাটোপ থাকে এই জায়গা। মাঝে মাঝেই সেখানে সারপ্রাইজ় ভিজ়িটে যান ইন্টালিজেন্স ব্যুরোর আধিকারিকরা।
আরও পড়ুন:– লৌহযুগের শুরু তামিলনাড়ুতে, 5,300 বছরের পুরনো তরোয়াল হাতিয়ার স্ট্যালিনের
আরও পড়ুন:– ট্রেন ও রাস্তা বন্ধে বালি ব্রিজে যাত্রী হয়রানি, কাজ চলবে আরও তিনদিন