Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাড়ির সামনে রাখা শেষকৃত্যের সামগ্রী ও সাদা থান। সঙ্গে একটি কাগজে লেখা ‘এক ছোবলে ছবি’। পাশে রাখা একটি বুলেট। এ ভাবেই তৃণমূল পঞ্চায়েত সদস্যকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। শুক্রবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের নওদা থানার অন্তর্গত মধুপুর গ্রামে। আরামবাগ, গোঘাট, খানাকুল, গড়বেতা, কেশপুরে পনেরো-কুড়ি বছর আগেও ছিল এরকম ‘সাদা থানের সংস্কৃতি’। বাড়ির সামনে একটি নতুন সাদা থান রেখে আসা হতো। বুঝিয়ে দেওয়া হতো, বাড়ির পুরুষ ভোটে লড়লে বা ভোট দিতে গেলে তাঁর স্ত্রীর বৈধব্য কেউ ঠেকাতে পারবে না। ত্রাস তৈরির এমন কৌশল বাম নেতাদেরই তৈরি— সে কথা এখনও অনেকেই বলে থাকেন। যদিও সে কথা মানতে নারাজ লাল পার্টির লোকেরা। তবে ২০২৫ সালে এমন হুমকি বার্তায় খানিক ভয়ই পেয়েছেন ওই নেতার পরিবার।
মধুপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মনিরুল ইসলামের বাড়ির সামনে সাদা থান, অন্যান্য সামগ্রী রেখে দেওয়া হয় অভিযোগ। বিষয়টি নিয়ে নওদা থানায় অভিযোগ জানিয়েছেন ওই তৃণমূল নেতা। তদন্ত শুরু করেছে পুলিশ। নিজের ভাইয়ের সিমেন্টের ব্যবসায় কাজ করেন মনিরুল। ঘটনার পিছনে ব্যবসায়িক শত্রুতা রয়েছে না কোনও রাজনৈতিক যোগ রয়েছে সে ব্যাপারে খতিয়ে দেখছে পুলিশ।
মনিরুল বলেন, ‘আমি কিছুটা দূরে একটি বাড়িতে থাকি। এখানে আমার মা-বাবা থাকেন। মা ফোন করে আমায় বিষয়টি জানালেন।’ হুমকি পাওয়ার পর থেকেই আতঙ্কে রয়েছেন বলে জানান তৃণমূল নেতা। মনিরুলের দাবি, ব্যবসায়িক কারণে নয়, রাজনৈতিক শত্রুতা থেকেই কেউ এমন করে থাকতে পারে। তাঁর কথায়, ‘কে করেছে বলতে পারব না। তবে পুলিশ তদন্ত করে দেখুক।’
ঘটনাটিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার বলেন, ‘যে বা যাঁরাই এটা করে থাকুক, কাউকে রেয়াত করা হবে না। রাজনৈতিক রঙ না দেখেই পুলিশকে অপরাধীদের ধরতে বলা হয়েছে।’ অন্যদিকে জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, ‘তৃণমূলে দল এখন হিংসায় ফুটছে। ভাগ বাটোয়ারা নিয়ে ক্ষমতা দখলের লড়াই চলে। নিজেরাই হিংসার রাজনীতিতে নেমেছে।’
আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া
আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….
অগ্নিবীর নিয়োগ 2025 : বিভিন্ন পদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/0CMmYG6hay
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025
India Post GDS Recruitment 2025 : 65,200টি শূন্য পদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/6NF7Xktxce
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025
ITBP নিয়োগ 2025: মোটর মেকানিক শূন্যপদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/dmqHraRemt
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025