বাড়ি তৈরির জন্য ৩ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

house key

Bangla News Dunia, Pallab : দিল্লিতে আপকে বিদায় জানিয়ে বিজয় রথ ছোটাল বিজেপি। বিধানসভা ভোটে দিল্লিতে কার্যত মুখ থুবড়ে পড়ে আম আদমি পার্টি। এদিকে দীর্ঘ ২৭ বছরের খরা কাটিয়ে ফের একবার দিল্লিতে জয় পেল বিজেপি। এদিকে দিল্লিতে দলের এহেন জিত প্রসঙ্গে বাংলা থেকে নতুন হুঙ্কার তুললেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। বাংলায় দাঁড়িয়ে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে তৃণমূলের বিদায়, আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) নিয়ে একগুচ্ছ মন্তব্য করতে শোনা গেল শুভেন্দু অধিকারীকে। আপনিও কি জানতে ইচ্ছুক যে শুভেন্দু অধিকারী কী বলেছেন? তাহলে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনের ওপর

আরও পড়ুন : ৮ হাজারে কাশ্মীর, ৪৫০ টাকায় দিঘা ভ্রমণ ! সস্তায় ঘুরতে যাওয়ার সুবর্ণ সুযোগ

শুভেন্দু অধিকারীর নয়া হুঙ্কার

আগামী ১৫ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। এছাড়া বছর পেরোলেই রয়েছে রাজ্যে বিধানসভা ভোট। এগুলোর আগেই নতুন করে হুঙ্কার দিতে শোনা গেল শুভেন্দু অধিকারীকে। তিনি প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতায় এলেই পশ্চিমবঙ্গে আবাস যোজনার উপভোক্তারা পাবেন ৩ লক্ষ টাকার ঘর। হ্যাঁ ঠিকই শুনেছেন।

এখানেই কিন্তু থেমে থাকেননি রাজ্যের বিরোধী দলনেতা। পূর্ব মেদিনীপুরে এক জনসভা থেকে শুভেন্দু অধিকারী আরও জানান, ১ লক্ষ ২০ হাজার টাকায় ঘর হয় না কি। বিজেপি ক্ষমতায় এলে যারা ইতিমধ্যে আবাস যোজনার টাকা পেয়েছেন তাদের আরও ১ লক্ষ ৮০ হাজার টাকা দেবে। আর যারা এখনও ঘর পায়নি তাদের ৩ লক্ষ টাকার ঘর দেবে বিজেপি সরকার।

আরও পড়ুন : প্রতিমাসে পাবেন ৪০,১০০ টাকা ! পোস্ট অফিসের এই স্কিমে এখনই আবেদন করুন

বাড়ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা?

পূর্ব মেদিনীপুরের জনসভা থেকে শুভেন্দু অধিকারী লক্ষ্মীর ভান্ডারের টাকা প্রসঙ্গে বড়সড় মন্তব্য করেন। আর এই খবর শুনে বাংলার মা-বোনেরা খুশি হলেও হতে পারেন তিনি জানিয়ে দেন এবারও বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডারে অনুদানের টাকা। তিনি জানালেন, ‘আসন্ন রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের ভাতা ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আগে থেকে বলে দিলাম। বিজেপি ক্ষমতায় এলে মাসে ৩০০০ টাকা লক্ষ্মীর ভান্ডারে ভাতা দেবে।’

বাংলা থেকেও পাপ বিদায় হবে: শুভেন্দু

দিল্লি বিধানসভা নির্বাচনে তার দলের জয়ে উৎসাহিত হয়ে, বাংলার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শনিবার সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করে বলেন, “দেখুন, এবার আপনার পালা।” বিজেপির জয় নিশ্চিত হওয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী আনন্দ প্রকাশ করে বলেন, “দিল্লিতে আমাদের জয় হয়েছে, ২০২৬ সালে বাংলার পালা হবে। দিল্লিতে আপ বিদায় হয়েছে এবার বাংলায় পাপ বিদায় হবে।”

আরও পড়ুন : দুর্গন্ধজনিত বিভিন্ন শারীরিক সমস্যার জন্য সেরা বায়োকেমিক ঔষধ !

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন