Bangla News Dunia, বাপ্পাদিত্য:- হাইওয়ে তৈরি হবে, তাই সরকার পুনর্বাসনের প্রস্তাব দিয়েছিল। ২ কোটি টাকা, জমি জায়গা— সবই দিতে চেয়েছিল। কিন্তু সরকারের প্রস্তাব তাঁর পছন্দ হয়নি, নিজের বাড়ি তিনি ছাড়বেন না। অগত্যা সেই বাড়িকে অক্ষত রেখেই তৈরি করতে হয় হাইওয়ে। মাঝখানে বাড়িটি রেখে, চার দিক দিয়ে বিশাল সেই সড়ক তৈরি করা হয়। আর তার পরই বাড়ে সমস্যা। এখনও পুরোদমে হাইওয়ে চালু হয়নি। তাতেই সারাক্ষণ গাড়ির ধুলো, হর্নের শব্দ, লোকজনের চেঁচামেচিতে বাড়িতে টেকা দায়। এর পর কী হবে? এ দিকে সরকারের প্রস্তাব তো কবেই ফিরিয়েছেন। এখন আফশোস, ২ কোটি টাকা, জমি নিয়ে এ বাড়ি ছেড়ে দিলেই ভালো হতো। এ ঘটনা চিনের জিন শির।
জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম হোয়াং পিং। চিনের সাংহাইয়ের জিন শির বাসিন্দা তিনি। সেখানে তাঁর দোতলা বাড়ি। সরকার ওই জায়গায় হাইওয়ে তৈরি করবে বলে, জমি চেয়েছিল। এলাকার সকলেই তাতে রাজি হন, এক হোয়াং পি ছাড়া। সরকারও কোনও জোর করেনি। তাঁর বাড়িটা মাঝখানে রেখে ওই হাইওয়ে তৈরি করে। বাড়ি থেকে বেরোনোর জন্য একটি টানেলও তৈরি করে দেয়।
কিন্তু এখন চিন্তা ঢুকেছে পিং-এর মাথায়। এমনিতেই হাইওয়ে তৈরির সময় ১১ বছরের নাতিকে নিয়ে বাড়ির বাইরে থাকতে হয়েছে তাঁকে। সারা দিন শহরের বাইরে থেকে বিকালের পর বাড়িতে ফিরেছেন। হাইওয়ে পুরোপুরি খুলে গেলে, আদৌ এ ভাবে বাড়িতে শান্তিতে থাকতে পারবেন কি না, সেটাই পিং-এর চিন্তা।
আরও পড়ুন:– কোন ব্যাঙ্ক থেকে পার্সোনাল লোন নেওয়া সুবিধাজনক? প্রসেসিং চার্জ কার বেশি? রইল তালিকা
এ দিকে হাইওয়ের মাঝে এমন বাড়ি দেখে লোকজন তো থ। রীতিমতো ঘোরার জায়গা হয়ে গিয়েছে এই বাড়ি। টানেল দিয়ে পিং-এর বাড়ি দেখতে ভিড় জমাচ্ছেন মানুষ। সেলফি তোলার হিড়িক লেগেছে। দ্য মেট্রোকে পিং জানিয়েছেন, তাঁর কাছে যদি সুযোগ থাকত, তা হলে সরকারের প্রস্তাবই মেনে নিতেন। এখন তাঁর মনে হচ্ছে, বড় বাজি হেরে গেলেন, তিনি পস্তাচ্ছেন এখন।
সরকার তাঁকে প্রথমে ১.৯ কোটি টাকা, সঙ্গে আরও দু’টি প্রপার্টি দেবে বলেছিল। পরে সে প্রস্তাব বাড়িয়ে তিনটি করা হয়। কিন্তু এই প্রস্তাব পিং-এর মনের মতো হয়নি। তাই তা তিনি পত্রপাঠ খারিজ করে দেন। কিন্তু তার পরিণতি যে এতটা দুঃসহ হয়ে উঠবে, প্রথমে বুঝতে পারেননি। এখন না পারছেন গিলতে, না উগরাতে।
আরও পড়ুন:– চিনকে চাপে ফেলে ইন্দোনেশিয়ার সঙ্গে সখ্য বাড়ানোর পথে ভারত! জানুন বিস্তারিত
আরও পড়ুন:– আধার কার্ড দেখিয়ে 10,000 টাকার লোন নিতে পারবেন। কী কী শর্ত রয়েছে? কিভাবে আবেদন করবেন জানুন