Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গ্রামের পাশে নদীর পাড়ে আগুন জ্বলছিল। তার জেরেই প্রবল ধোঁয়া উঠছিল আকাশে। অত ধোঁয়া দেখে টনক নড়ে গ্রামবাসীদের। খোঁজ করতেই দেখা যায় আগুন জ্বলছে। তা দেখেই দৌড়ে সেখানে যান গ্রামবাসীরা। তারপরেই সামনে আসে শিউরে ওঠার মতো তথ্য। দেখা যায়, গ্রামেরই দুই ভাই দাঁড়িয়ে। অভিযোগ, তারাই তখন মেনে নেয়, নিজের বাবাকে খুন করেছে। তখনই খবর যায় পুলিশের কাছে। উত্তরাখণ্ডে গুপ্তকাশীর কাছে বেদুলা গ্রামের ঘটনা।
কিন্তু এমন পদক্ষেপ কেন করল ওই ২ ভাই?
আরো পড়ুন:- চুপিসারে সরকারি কর্মীদের ডিএ বাড়াল সরকার। ৯ লাখ সরকারি কর্মীর অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে নোট
সংবাদমাধ্যম সূত্রের খবর, পুলিশ জানিয়েছে, মনীশ রানা এবং অমিত রানা দুই ভাই। তাদের বিরুদ্ধেই তাদের বাবা বলবীর সিং রানাকে খুনের অভিযোগ রয়েছে। খুনের পরে নদীর পাড়ে দেহ পুড়িয়ে দেওয়ার ছকও করা হয়েছিল বলে অভিযোগ। পুলিশি জেরায় উঠে এসেছে আরও ভয়ানক তথ্য।
সংবাদমাধ্যম সূত্রের খবর, জেরায় পুলিশ জেনেছে যে, বাবার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে ওই দুই ভাইয়ের। বলবীর সিং রানা সন্তানদের সঙ্গে অত্যন্ত বাজে ব্যবহার করতেন এবং নানা ভাবে অত্যাচার করতেন বলেও অভিযোগ। বলবীর এবং তাঁর স্ত্রীর ৪ সন্তান রয়েছে। মণীশ ও অমিত দুই ভাই এবং তাদের দুই বোন রয়েছে। ছোট থেকেই নানাভাবে বলবীর তাদের উপর অত্যাচার করে এসেছে বলে অভিযোগ। এই ঝামেলার জন্য ২০১৩ সালে বলবীর ছেড়ে দুই মেয়েকে নিয়ে চলে যান তাঁর স্ত্রী। ছেলেরা থেকে যায়। কিন্তু তারপরেও বলবীরের ব্যবহার বদলায়নি। এরপর ফুড ডেলিভারি সংস্থায় কাজ নিয়ে মুম্বই চলে যায় অমিত। অন্যদিকে দেহরাদুনে ছোটখাট কাজ জুটিয়ে নেয় মণীশ। দিনকয়েক আগে মণীশ বাড়ি ফিরে আসে, নিজের রোজগারের ৭০০০ টাকা ছিল তার কাছে। কিন্তু সেটা তার বাবা জোর করে ছিনিয়ে নেয় বলে অভিযোগ। সেই কথা দাদা অমিতকে জানালে, ১ ডিসেম্বর বাড়ি ফেরে অমিত।
বুধবার টাকা ফেরত করা নিয়ে চরমে ওঠে ঝামেলা। বলবীর পাথর নিয়ে অমিতকে মারতে যান বলে অভিযোগ। সেই সময়েই পাল্টা ২ ভাই মিলে বাবাকে মারতে মারতে মেরে ফেলেন। তারপরে বৃহস্পতিবার দেহ পুড়িয়ে দিতে গেলে ধরা পড়ে যায় ২ ভাই।
আরো পড়ুন:- চাপে পড়ে নতিস্বীকার, সব ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক ইউনূসের, জানতে পড়ুন বিস্তারিত
আরো পড়ুন:- ব্রেন তীক্ষ্ণ রাখতে চান? এই ব্যায়ামগুলিতে স্মৃতিশক্তি প্রখর থাকবে- বুদ্ধি বাড়বে মস্তিষ্কের