বাবা হওয়ার আশায় জ্যান্ত মুরগিছানা গিলেছিলেন ৩৫ বছরের ব্যক্তি, তারপর কি হলো, দেখুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- জ্যান্ত মুরগিছানা মুখে পুরে গিলে নিয়েছিলেন। তা শ্বাসনালীতে আটকে মৃত্যু হয়েছে এক যুবকের। পরে হাসপাতালে যুবকের দেহের ভিতর থেকে পরে উদ্ধার হয়েছে ওই মুরগিছানা। সম্প্রতি এই ঘটনা ঘটেছে ছত্তিসগড়ে অম্বিকাপুরের ছিন্দকালো গ্রামে। এই ঘটনা দেখে ময়নাতদন্তকারী চিকিৎসকের পাশাপাশি গ্রামবাসীরাও হতবাক। তাঁদের সন্দেহ, কোনও তান্ত্রিকের পরামর্শে এই কাজ করে থাকতে পারেন ওই যুবক।

জ্যান্ত মুরগির ছানা গিলে মারা যাওয়া যুবকের নাম আনন্দ যাদব (৩৫)। পরিবারের লোকেরা জানাচ্ছেন,স্নান সেরে আসার পরই অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। তার পরই অজ্ঞান হয়ে যান। তখন সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় অম্বিকাপুরের মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন আনন্দকে। এর পর তাঁর দেহের ময়নাতদন্ত করা হয়।

আরো পড়ুন:- সুখবর! ১৯,৯০০ টাকা বেতন, মাধ্যমিক পাশে ভারতীয় পোস্ট অফিসে প্রচুর কর্মী নিয়োগ! শীঘ্রই এভাবে আবেদন করুন

ময়নাতদন্তের সময় যুবকের গলা কাটতেই দেখা যায় সেখানে আটকে রয়েছে মুরগির ছানা। যা দেখে রীতিমতো হতবাক ময়নাতদন্ত করা চিকিৎসক শান্তনু বাগ। তিনি জানিয়েছেন, মুরগির ছানা প্রায় ২০ সেমি লম্বা। জীবন্ত প্রাণী শ্বাসনালী এবং খাদ্যনালীর সংযোগস্থলে আটকে যাওয়াতেই যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে ওই চিকিৎসক বলেছেন, ‘জীবনে ১৫ হাজারের বেশি ময়নাতদন্ত করেছি। এ রকম ঘটনা আমার কেরিয়ারে প্রথমবার দেখলাম। আমরা সকলেই অবাক হয়েছি।’

আনন্দের মৃত্যুর কারণ জানার পর হতবাক গ্রামবাসীরাও। কেন তিনি জ্যান্ত মুরগিরছানা খেয়েছিলেন, তা ভাবাচ্ছে তাঁদের। গ্রামবাসীদের সূত্রে জানা গিয়েছে, আনন্দ বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছিলেন। তা থেকে পরিত্রাণের জন্য চিন্তিত ছিলেন। তাই গ্রামবাসীদের সন্দেহ, কোনও তান্ত্রিকের পরামর্শে এই কাজ করে থাকতে পারেন তিনি। ঘটনা নিয়ে পুলিশ অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত চলছে।

আরো পড়ুন:- দেশি’ এবং ‘বিদেশি’ মুসলমানদের লড়াই, বিস্ফোরক দাবি যোগীর

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন