Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কলকাতা-সহ শহরতলিতে গত কয়েক বছরে লাফিয়ে বেড়েছে বাস দুর্ঘটনার সংখ্যা। লালবাজার সূত্রে খবর, কলকাতায় ২০২২ ও ২৩-এ বেসরকারি বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা যথাক্রমে ২১ ও ২৪। সেখানে ২৪ সালে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬৭ জন। বাসের অনিয়ন্ত্রিত গতি রুখতে এ বার মোবাইল অ্যাপ আনতে চলেছে পরিবহণ দপ্তর। কী ভাবে কাজ করবে সেই অ্যাপ?
রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, প্রত্যেক বাস চালকের মোবাইলে সেই অ্যাপ চালু রাখাটা বাধ্যতামূলক করা হবে। সকাল থেকে তাঁদের ট্র্যাকিং করবে ট্র্যাফিক পুলিশ। কী গতিতে গাড়ি চালাচ্ছে, বেপরোয়া গতিতে চালাচ্ছে কি না, সে সব কিছুই ট্র্যাক করা যাবে ওই অ্যাপের মাধ্যমে। মন্ত্রী বলেন, ‘বেপরোয়া গতিতে গাড়ি চালালে তাঁকে শোকজ় করা হবে। নির্দিষ্ট সময় পর চালকের ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে।’ গণ পরিবহণ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে সাহায্য করবে এই অ্যাপ বলেই জানান তিনি।
আরও পড়ুন:– Jio গ্রাহকদের জন্য সুখবর! ট্রাইয়ের নির্দেশ মেনে দু’টি সস্তার প্ল্যান আনল Jio, জেনে নিন বিস্তারিত
প্রসঙ্গত, গত বছর নভেম্বর মাসে সল্টলেকে ১ নম্বর গেটের কাছে দুই বাসের রেষারেষির কারণে এক স্কুল পড়ুয়ার মৃত্যু হয়। মায়ের স্কুটার থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে মৃত্যু হয় শিশুটির। এই ঘটনার পরেই রাজ্যের নগরোন্নয়ন ও পরিবহণ দপ্তর যৌথ ভাবে বাস মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসে। সেই বৈঠকের পরেই এই অ্যাপ নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করার কথা জানানো হয়েছিল।
দুর্ঘটনা রুখতে অন্যান্য পন্থার কথাও ভাবছে পরিবহণ দপ্তর ও লালবাজারের ট্রাফিক বিভাগ। বাস চালকদের নিয়ে বিশেষ কর্মশালার কথাও ভেবেছে লালবাজার। পাশাপাশি বাস মালিক সংগঠনগুলিকে চালকদের জন্য বিশেষ কমিশন ব্যবস্থা তুলে দেওয়ার আবেদনও জানানো হয়েছিল। তবে গণ পরিবহণ ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি প্রয়োগ করে কতটা দুর্ঘটনা রোধ করা যাবে, সেটাই এখন দেখার।
আরও পড়ুন:– লৌহযুগের শুরু তামিলনাড়ুতে, 5,300 বছরের পুরনো তরোয়াল হাতিয়ার স্ট্যালিনের
আরও পড়ুন:– ট্রেন ও রাস্তা বন্ধে বালি ব্রিজে যাত্রী হয়রানি, কাজ চলবে আরও তিনদিন