বাস্তবের বেহুলা, স্বামীকে রক্ষা করতে অসীম সাহসিকতার পরিচয় দিলেন মহিলা, জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মরিচ পাড়তে একটা মইয়ে চেপে উপরে উঠেছিলেন এক বছর ৬৪-র বৃদ্ধ। যে গাছের গা থেকে মরিচ পাড়ছিলেন তিনি সেই গাছটা ছিল একটা কুয়োর পাশে। কোনওভাবে মইতে টালমাটাল হয়ে ওই ব্যক্তি পড়ে যান। আর পড়ে সোজা ঢুকে যান কুয়োর মধ্যে।

৪০ ফুট নিচু কুয়োর একদম তলায় পৌঁছে যান তিনি। এদিকে পড়ে যাওয়ার সময় তাঁর আর্তনাদের আওয়াজ শুনতে পান ঘরের মধ্যে থাকা তাঁর স্ত্রী।

তিনি বেরিয়ে আসেন। কুয়োর নিচের দিকে তাকিয়ে তিনি প্রথমে আর্তনাদ করে কেঁদে ওঠেন। তারপর মনকে শক্ত করে দ্রুত একটি দড়ি জোগাড় করে তা ধরে কুয়োয় নামা শুরু করেন।

পদ্ম নামের মহিলা একটি দড়ির সাহায্যে ৪০ ফুট নিচু কুয়োয় নেমেও যান। সেখানে ৫ ফুটের জল রয়েছে। তাতেই কার্যত হাবুডুবু খাচ্ছিলেন রামেসান নামে ওই ব্যক্তি।

স্বামীকে নিজেই জল থেকে টেনে জড়িয়ে ধরে নেন ওই মহিলা। এদিকে তারমধ্যেই কুয়োর চারধারে পাড়াপড়শির ভিড় জমে গেছে। এসে পড়েছে দমকলবাহিনীও।

পদ্ম নামের ওই মহিলাকে দমকলবাহিনীর এক আধিকারিক চেঁচিয়ে জানতে চান তিনি ঠিক আছেন কিনা। সাহসী নারী পদ্ম স্বামীকে আঁকড়ে ধরেই জানান, কারও কুয়োয় নামার প্রয়োজন নেই। বরং পারলে একটা জাল নিচে ফেলে দিতে। যাতে তিনি স্বামীকে তুলে দেওয়ার ব্যবস্থাটা করতে পারেন।

দমকলরে তরফ থেকে জাল ফেলা হয়। সেই জালে আগে স্বামীকে তুলে দেন ওই মহিলা। ওই ব্যক্তিকে জালে করে তুলে নেওয়ার পর ফের জাল ফেলে পদ্ম নামে ওই মহিলাকে তুলে আনা হয়।

ওই ব্যক্তিকে তারপর হাসপাতালে ভর্তি করা হয়। দড়ি বেয়ে এভাবে স্বামীকে রক্ষা করতে কোনও কিছুর পরোয়া না করে কুয়োয় নামার ফলে ওই মহিলার হাতের অবস্থা করুণ।

তবে তাঁকে কোথাও ভর্তি করতে হয়নি। ঘটনাটি ঘটেছে কেরালায়। বাস্তবের বেহুলার স্বামীকে বাঁচানোর এই কাহিনি এখন সেখানে মুখে মুখে ঘুরছে।

আরও পড়ুন:- ADHD রোগে কমতে পারে আয়ুও, বলছে গবেষণা, জানুন বিস্তারিত

আরও পড়ুন:- BHEL সংস্থায় নতুন করে প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন