বিখ্যাত ছবি মোনালিসার ভুরু নেই কেন, চিত্রকর কি ইচ্ছে করেই আঁকেননি নাকি অন্য কোনো কারণ ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কিংবদন্তি চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চি-র শ্রেষ্ঠতম সৃষ্টি বলে ধরা হয় মোনালিসা-কে। যা এখন প্যারিসের মিউজিয়ামে রাখা আছে। সেই পৃথিবী বিখ্যাত ছবি মোনালিসা-র ভুরু নেই কেন? কেন নেই চোখের পাতা? এ প্রশ্ন কিন্তু বছরের পর বছর ধরে ঘুরপাক খেয়েছে।

মানুষের কৌতূহলের কেন্দ্রে থেকেছে এই প্রশ্ন। কেউ বলেছেন লিওনার্দো মোনালিসার স্বর্গীয় সৌন্দর্যকে তুলে ধরতে ইচ্ছে করেই তাঁর ভুরু আঁকেননি। আঁকেননি চোখের পাতাও।

আবার কেউ ব্যাখ্যা করেন মোনালিসা রেনেসাঁর এক অভিব্যক্তি। ইউরোপে রেনেসাঁ-র সময়কালে অনেক মহিলাই ভুরু কামিয়ে ফেলতেন। সেটাই হয়ে উঠেছিল ট্রেন্ড। সেটাই নাকি লিওনার্দোর আঁকাতেও ছাপ ফেলেছিল। যদিও এগুলি সবই অভিমত মাত্র।

আরো পড়ুন: আর নয় ওষুধ, চিকিৎসাবিজ্ঞানে এবার তাবিজেই হবে গর্ভনিরোধক ! ব্যাপারটা কি, জানুন

২০০৭ সালে পাস্কাল কোটে নামে এক ইঞ্জিনিয়ার মোনালিসার বিশেষ পরীক্ষা করেন। তারপর জানান লিওনার্দো মোনালিসার ভুরুও এঁকেছিলেন। চোখের পাতাও এঁকেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে এই ছবির রক্ষণাবেক্ষণ হয়েছে। ঝাড়াই সাফাই হয়েছে।

এভাবে সময়ের সঙ্গে বার বার ঝাড়পোছের ফলে ওই তুলির টান ফিকে হয়ে গেছে। এতটাই ফিকে হয়ে গেছে যে তা আর প্রায় দেখাই যায়না। তবে তার মানে এই নয় যে চিত্রকর ভুরু বা চোখের পাতা আঁকেননি বা তা আঁকতে ভুলে গিয়েছিলেন।

সময় তা অনেকটা ফিকে করে দিয়েছে এইমাত্র। অনেক চিত্রকরের অনেক চিত্রই পৃথিবীকে চমক দিয়েছে। ধারনার অতীত দামে সেসব ছবি বিক্রিও হয়েছে। তবে মোনালিসা অমূল্যই রয়ে গেল।

আরো পড়ুন: 1 লা জানুয়ারি থেকে বদলাবে গুরুত্বপূর্ণ সকল নিয়ম। সতর্ক হন সবার আগে

আরো পড়ুন:– ATM কার্ড হারিয়ে গিয়েছে? ঘরে বসেই ব্লক করতে পারবেন, কিভাবে ? জেনে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন