বিজেপির সর্বভারতীয় সভাপতির পদ থেকে সরছেন নাড্ডা ! জানুন এবার কার ওপর ভরসা রাখছে মোদি ব্রিগেড ?

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :-চলতি বছরই মেয়াদ শেষ। বিজেপির সর্বভারতীয় সভাপতি পদ থেকে সরতে চলেছেন জেপি নাড্ডা (JP Nadda)! বিজেপি (BJP) সূত্রে তেমন খবরই সামনে এসেছে। তাহলে মোদি এবং শা কার ওপর আগামীতে ভরসা রাখবেন? তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

এতদিন সর্বভারতীয় সভাপতির পদ দায়িত্বের সঙ্গে সামলেছেন জেপি নাড্ডা। এবার তাঁকে সরতে হবে সভাপতির পদ থেকে। কিন্তু তাঁর জায়গায় কাকে বেছে নেবেন নমো (PM Narendra Modi)? সে নিয়ে একাধিক জল্পনা রয়েছে দলের অন্দরে। তবে এত জল্পনার মাঝে একটি নাম ঘুরপাক খাচ্ছে, তিনি হলেন সি আর পাতিল (C R Patil)। গুজরাটের বিজেপি সভাপতির পাশাপাশি তিনি কেন্দ্রীয় মন্ত্রীও বটে। অন্যদিকে, আগামী বছর জানুয়ারি মাসে মেয়াদ শেষ হচ্ছে জেপি নাড্ডার। তারপরই নতুন সভাপতির নাম ঘোষণা করবে গেরুয়া শিবির।

আরো পড়ুন :- আর অল্প সময়ের অপেক্ষা, রাতের আকাশে দেখা যাবে এক মহাজাগতিক বিস্ময়, আরও জানতে পড়ুন…..

সি আর পাতিলের নাম নিয়ে আলোচনা হলেও, কিছুদিন আগে এই হবু সভাপতির তালিকায় বেশ কিছু নাম ঘুরপাক খাচ্ছিল। নামগুলি হল, শিবরাজ সিং চৌহান, মনোহরলাল খাট্টার, ভুপেন্দ্র যাদব। কিন্তু বিজেপিতে অঘোষিত নীতি অনুযায়ী, দলের সংগঠনে বড় পদে থাকা কেউই কেউ মন্ত্রীসভায় থাকতে পারবেন না। সি আর পাতিলও বর্তমানে মন্ত্রী। তিনি যদি সভাপতি হন, তাহলে তাঁকেও মন্ত্রীপদ ছাড়তে হবে।

আরো পড়ুন :- মোদির প্রশংসায় পঞ্চমুখ পুতিন, দিলেন বড় আশ্বাস

কেন পাতিলকে বেছে নিয়ে চাইছে পদ্ম বাহিনী? জানা গেছে, গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপির জয়।  লোকসভা নির্বাচনেও গুজরাটে বিজেপি ২৬টি আসনের মধ্যে ২৫টি জয়। এই রেজাল্টের ওপর ভরসা করে গুজরাটের বিজেপি সভাপতির ওপর ভরসা রাখতে চাইছে মোদি ব্রিগেড। ওয়াকিবহালমহলের ধারণা পাতিলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা শুধু সময়ের অপেক্ষা।

আরো পড়ুন :- লক্ষ্মীর ভান্ডার সহ মিলবে আরও সুবিধা, ২০২৬ এর আগেই বিরাট প্ল্যান মুখ্যমন্ত্রীর

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন