বিজেপি প্রার্থী ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়ের হাত ধরে যাদবপুর কেন্দ্রে পরিবর্তন দেখা দিতে পারে

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , কৌশিক : ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রান্তে বিভিন্ন দলের প্রার্থীরা প্রচার অভিযান চালাচ্ছেন। তবে তার মধ্যেই কিছু নির্বাচনি কেন্দ্র রয়েছে যেখানে শাসক দল তৃণমূলের সাথে সাথে বিরোধী দল বিজেপি ও সিপিএম নিজেদের অবস্থান ধরে রাখছে। আর ঠিক তেমনি একটি লোকসভা কেন্দ্র হল যাদবপুর। যেখানে ২০১৪ সালের নির্বাচনের আগে পর্যন্ত সিপিএম দুর্গা বলে পরিচিত ছিল। কিন্তু সেই সিপিএমের দুর্গ ভেঙে দিয়েছে তৃণমূল।

তবে সেই যাদবপুরে এই এবারের তৃণমূলের প্রার্থী সায়নীর ঘোষ যাকে নিয়ে রাজ্য জুড়েই বিস্তর বিতর্ক, বিস্তর হাসি ঠাট্টা শোনা যায় ও সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। তবে ঠিক তার ব্যতিক্রমী প্রার্থী বিজেপির ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়। তিনি একজন স্বচ্ছ ভাব মূর্তির মানুষ হিসাবেই পরিচিত। ইতিমধ্যেই গতকাল তিনি তার লোকসভা কেন্দ্রের অন্তর্গত টালিগঞ্জ বিধানসভায় নির্বাচনী প্রচার সেরেছেন। নির্বাচিত চলাকালীন তিনি সাধারণ মানুষের সাথে জনসংযোগ স্থাপন করেন। তিনি বলেন, যাদবপুর লোকসভা কেন্দ্রে জলের একটি বিরাট অসুবিধা রয়েছে যা তিনি আগামী দিনে ভোটে জয়যুক্ত হয়ে আসলে কেন্দ্র সরকারের মাধ্যমে জলের অসুবিধা দূর করার চেষ্টা করবেন। এরই সাথে স্থানীয় চিকিৎসা ব্যবস্থার অবস্থা খুবই খারাপ। তাই তিনি আগামী দিনের চিকিৎসা ব্যবস্থার উপরেও জোর দেবেন। এরই সাথে যে বেকারত্ব সমস্যা রয়েছে যাদবপুর এলাকায় তার উপর তিনি কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। যাদবপুর কেন্দ্রের যে সার্বিক উন্নতি তার উপর তিনি কাজ করবেন বলে জানিয়েছেন।

তবে গতকালের তার প্রচারে মানুষ যেই ভাবে যোগদান করেছে, তাকে দুহাত ভরে  আশীর্বাদ করেছে এমন দৃশ্য দেখা সাধারণত যায় না। এমন কি বহু মানুষ তাকে ভালোবাসা ও আশীর্বাদও দিয়েছেন, এমনকি তার পাশে থাকার কথাও বলেছেন। তিনি টালিগঞ্জ এলাকার সাধারণ মানুষকে আশ্বাস দিয়েছেন, তিনি নরেন্দ্র মোদি সুশাসনকেই এগিয়ে নিয়ে যাবেন। এমনকি বিজেপির উন্নয়ন যাত্রা কে আরো ত্বরান্বিত করবেন।

তিনি প্রচারে বেরিয়ে বিভিন্ন এলাকার মানুষের থেকে বিভিন্ন রকম অসুবিধার কথা শুনেছেন। যার মধ্যে শহরের সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে ছোট ছোট রাস্তাগুলো ভাঙাচোরা, তা পাকা করার কাজ তিনি করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন যাদবপুর লোকসভা কেন্দ্র শহর ও গ্রাম অঞ্চল নিয়ে গঠিত। তাই শহরাঞ্চলের একরকম অসুবিধে ও গ্রাম অঞ্চলের আরেকরকম অসুবিধে। তিনি সমস্ত কিছু শুনছেন – জেনেছেন এমনকি তিনি আগামী দিনে কি কি কাজ করবেন তা আগে থেকেই পরিকল্পনা করে রেখেছেন।

তবে ইতিমধ্যেই বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে, যাদবপুর কেন্দ্রে এই বছর অর্থাৎ ২০২৪ এর নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। তার কারণ তৃণমূলের সায়নী ঘোষ, ইতিমধ্যেই হিন্দু দেব-দেবীদের নিয়ে কুমন্তব্যের কারণে তিনি হিন্দু সম্প্রদায়ের কাছে তেমন গ্রহণযোগ্য নন। সিপিএমের দুর্গ হওয়া সত্বেও বর্তমানে যাদবপুরে সিপিএম তেমন প্রভাব দেখাতে পারছে না। যার ফলে এই কেন্দ্রে কিছুটা এগিয়ে যাচ্ছে বিজেপির স্বচ্ছ ভাব মূর্তি সম্পন্ন প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়। যার ফলেই এই কেন্দ্রে তৃণমুল – বিজেপি ও সিপিএমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। যার ফলেই মনে করা হচ্ছে আগামী দিনে এই কেন্দ্রে একটি বড় বদল দেখা যেতে পারে। সিপিএমের পরে তৃণমুল ও অবশেষে ২০২৪ এর নির্বাচনে এই কেন্দ্র বিজেপির হাতে আসতে পারে।

Bangla news dunia Desk

মন্তব্য করুন