বিজেপি শাসিত এই রাজ্যে পুরোপুরি নিষিদ্ধ হল গোমাংস !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bjp

Bangla News Dunia , Pallab : অসমে পুরোপুরি নিষিদ্ধ হল গোমাংস খাওয়া। বুধবার সেরাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, গোমাংস নিয়ে অসমে আগে যা আইন ছিল সেটা খানিকটা বদল করা হচ্ছে। নতুন বেশ কিছু বিষয় সংযোজন করা হয়েছে। ফলে হোটেল-রেস্তরাঁ-সহ একাধিক জায়গায় গোমাংস খাওয়া একেবারে বন্ধ হবে।

আরো পড়ুন:– বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনও পার্থক্য নেই, মেহবুবা মুফতির মন্তব্যে বিতর্ক তুঙ্গে

বুধবার হিমন্ত জানান, গোমাংস ভক্ষণ নিয়ে বৈঠকে বসেছিল রাজ্যের ক্যাবিনেট। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, গোমাংস খাওয়া নিয়ে এখন যে আইন রয়েছে সেটি সংশোধন করা হবে। অসমে এতদিন পর্যন্ত নিয়ম ছিল, রাজ্যে গোমাংস বিক্রি করা যাবে না। তাছাড়া মন্দির সংলগ্ন ৫ কিলোমিটার এলাকাতে গোমাংস ভোজন নিষিদ্ধ ছিল।

জানা গিয়েছে, নতুন আইনে হোটেল এবং রেস্তরাঁতে গোমাংস বিক্রিতে নিষিদ্ধ করা হবে। এছাড়াও প্রকাশ্যে বা কোনও অনুষ্ঠানে গোমাংস খাওয়া যাবে না। কেবল মন্দির সংলগ্ন এলাকা নয়, গোটা রাজ্যজুড়েই এই নতুন আইন কার্যকর হবে বলে জানান হিমন্ত। #Short News

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন