Bangla news dunia, শিখা দে :- CAA বিল পাস হবার পর থেকে সারা ভারত জুড়ে যে আন্দোলন হয়েছে তার জন্য প্রচুর ক্ষতিও হয়েছে। আর বিজেপি আগামী কাল থেকে “জন সম্পর্ক অভিযান ” শুরু করতে চলেছে। যার মাধ্যমে বিজেপি প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে CAA বিলের সমন্ধে লোককে জাগ্রত করবে। এই অভিযান বিজেপির বড় বড় নেতারা শুরু করবেন।
এই “জন সম্পর্ক অভিযান ” ১০ দিন চলবে। এছাড়া বিজেপি CAA আইনের সমর্থনের জন্য একটি টোল ফ্রি নম্বর দিয়েছে ,যার মাধ্যমে দেশবাসী CAA আইনের সমর্থন করতে পারবে। বিজেপির তরফ থেকে জারি করা ফোন নম্বর টি হলে – 88662 88662 এই নম্বরে মিস কল দিয়ে দেশের কোনো নাগরিক CAA আইনের সমর্থন জানাতে পারবে।
এর আগে এই একই ভাবে জী নিউজ এ দেশের লোকের থেকে তাদের সমর্থনের জন্য মিস কল দিয়ে সমর্থন নিয়েছেন। সেখানে এক কোটির বেশি লোক এই CAA আইনের সমর্থন জানিয়েছেন।
কাল দেশের গৃহ মন্ত্রী অমিত শাহ স্পষ্ট করে বলেছেন যে সরকার কোনো বিরোধিতাতেই পিছু হাটবে না। কেননা এই CAA আইন বাংলাদেশ , পাকিস্তান ও আফগানস্থান থেকে ধার্মিক কারণে প্রতারিত হয়ে আশা শরণার্থীদের নাগরিকত্ব দেবার আইন। এই আইনের মাধ্যমে কোনো ভারতীয় নাগরিকে তাঁর নাগরিকত্ব কেড়ে নেবার আইন না।