বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে জিজ্ঞাসাবাদ সি আই ডির ( C.I.D )

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, অজয় দাস :- আগেই জিজ্ঞাসাবাদের জন্য তলপ করা হয়েছিল রানাঘাটের বিজেপি সংসদ জগন্নাথ সরকারকে। এই দিন তিনি C.I.D দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হন। মূলত ২০১৯ সালের ৯ ফেব্রূয়ারি নিজের এলাকায় খুন হন নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃনমুল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। আর এই খুনের ফলে নাম জড়ায় বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। পুলিশের তরফ থেকে FIR এ নাম আছে জগন্নাথ সরকারের। এই দিন তিনি বেলা ১২ টা নাগাদ C.I.D দপ্তরে যান।

তবে আদালতের নির্দেশ অনুযায়ী ২৮ শে ফেব্রূয়ারী পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না জগন্নাথ সরকারকে আর একই সাথে সংসদ জগন্নাথ সরকারকে ও আদালত তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেন। আদালতের নির্দেশে C.I.D দপ্তরে হাজির হবার সময় জগন্নাথ সরকার বলেন আদালতের নির্দেশে তদন্তে সহযোগিতা করার জন্য তিনি C.I.D দপ্তরে হাজির হয়েছেন।

[ আরো পড়ুন :- তবে কি আবার বিজেপির বার বাড়ন্তে ক্ষিপ্ত মমতা সরকার ! ]

Bangla news dunia Desk

মন্তব্য করুন