Bangla News Dunia, সারদা দে :- করোনার জন্য বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করতে পোস্টার পড়লো কুমোরটুলিতে । ওখানকার মৃৎ শিল্পের কাজ দেখতে অনেকে বিদেশী আসেন। রবিবার প্রায় দেড়শো জন বিদেশী এসেছিলেন। সোমবার ঘুরে গেছেন প্রায় ৪০ জন। মঙ্গলবারও পাঁচজন বিদেশী আসেন গাইডের সাথে।
[ আরো পড়ুন :- অনাথ কুকুরের জন্য আর্জি রতন টাটার ]
সম্প্রতি এক বিদেশী দম্পতি এসেছিলেন কুমোরটুলিতে কাজ দেখতে। একজন গাইড তাদের সঙ্গে ছিলেন। বিদেশিদের দেখে তাদের চলে যেতে অনুরোধ করেন মৃৎশিল্পী সমিতির সম্পাদক কার্তিক পাল। তারা কোন দেশ থেকে আসছেন এবং তারা করোনা আক্রান্ত কিনা তা তারা জানেন না । তাই এই মুহূর্তে করোনা ভাইরাসের জন্য বিদেশিদের আসা তারা বন্ধ রাখতে চাইছেন । তার জন্য পোষ্টার ও দিয়েছেন। কিন্তু এতে কোনো লাভ হয়নি। তাই তারা এখন প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন। জোর করে কাউকে আসা তারা বন্ধ করতে পারবেন না । কিন্তু কোনো বিদেশী আসুক সেটা তারা চাইছেন না। এমনকি তাদের সংস্পর্শও তারা এড়িয়ে যেতে চাইছেন। কোনো কথা বলতেও রাজি নন তারা এই নিয়ে।
[ আরো পড়ুন :- ৮৫ টি দূর পাল্লার ট্রেন বাতিল করলো ইন্ডিয়ান রেলওয়ে ]
এলাকার বিধায়ক তথা রাজ্য মন্ত্রী শশী পাঁজা প্রশ্ন তুলেছেন যে বাইরের দেশে বিদেশিদের আসা যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে এইখানেও এই ব্যবস্থা নেওয়া হবে না কেন? তিনি বিদেশিদের এইখানে আসা নিয়ে বেশ উদ্বিগ্ন বলেও জানিয়েছেন। তবে পুলিশ প্রশাসনের কাছে অস্থায়ী ভাবে একটি কিয়স্ক বসানোর দাবি করেছেন মৃৎশিল্পীরা। ডি সি জয়িতা বসুকে এব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান যে প্রশাসন এই ব্যাপারে নজর দিচ্ছে।