বিদ্যাসাগরের ভাইপো মূর্খ এবং মাতাল ! পার্থ জমানার ‘কীর্তি’ দেখে কী বললেন শিক্ষামন্ত্রী ?

By Bangla news dunia Desk

Published on:

1200-675-22545731-thumbnail-16x9-photo-aspera

Bangla News Dunia, দীনেশ :-  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাইপো নাকি ছিলেন মূর্খ এবং মাতাল ! এটা কোনও শিক্ষাবিদ বা ইতিহাসবিদের দাবি নয় ৷ বরং কলকাতার বিদ্যাসাগর স্ট্রিটে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাসভবনেই লেখা রয়েছে এই কথা ৷ আজ বা কাল থেকে নয়, গত পাঁচ বছর ধরে সেখানে বিদ্যাসাগর অ্যাকাডেমিতে ঈশ্বরচন্দ্রের বংশ পরিচয়ে ‘জ্বলজ্বল’ করছে এই কথাটি ৷

আসল ব্যাপারটা ঠিক কী ?

2019 সালের রাজ্য সরকার বিদ্যাসাগর স্ট্রিটে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাসভবনকে বিদ্যাসাগর অ্যাকাডেমি হিসাবে গড়ে তোলে । সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী তুলে ধরা হয় । তার মধ্যেই দোতলার একটি ঘরে রয়েছে তাঁর বংশ পরিচয় । সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাই দীনবন্ধু ন্যায়রত্নের পুত্র গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পরিচয় হিসেবে লেখা রয়েছে, ‘মূর্খ এবং মাতাল’ ৷

আরো পড়ুন:- দেউচা পাঁচামির পর হদিশ আরও একটি কয়লা খনির! কপাল খুলতে চলেছে রাজ্যবাসীর।প্রচুর কর্মসংস্থানের সম্ভাবনা

ঘটনাচক্রে 2019 সালে এই বাড়িটির সংস্কার করে অ্যাকাডেমি বানানোর দায়িত্বে ছিল শিক্ষা দফতর ৷ সেই সময় আবার শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায় ৷ যিনি এখন শিক্ষায় দুর্নীতির মামলায় গ্রেফতার হয়ে প্রেসিডেন্সি জেলে দিন কাটাচ্ছেন ৷ সেই আমলে তৈরি হওয়া এমন ‘কীর্তি’ বৃহস্পতিবার নজরে আসে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ৷ সঙ্গে সঙ্গে ওই পরিচয় মুছে ফেলা নির্দেশ শিক্ষামন্ত্রী । এমন কথা লেখার জন্য শিক্ষামন্ত্রীর ভর্ৎসনার মুখেও পড়তে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৷

Error in Vidyasagar Family Description

ঘটনাচক্রে আজই ছিল বিদ্যাসাগরের জন্মজয়ন্তী ৷ সেই কারণে তাঁকে শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে হাজির হয়েছিলেন শিক্ষামন্ত্রী ৷ অন্যবার এই দিনটিতে রাজ্যের তরফে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করা হয় ৷ শিক্ষা জগতের অনেকেই উপস্থিত হন সেখানে ৷ এবার আরজিকর কাণ্ডের জেরে এবার বন্ধ ছিল বিদ্যাসাগরের বসতবাড়িতে সরকারি অনুষ্ঠান ।

Education minister bratya basu

শুধুমাত্র শিক্ষামন্ত্রী গিয়ে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেছেন । তারপর তিনি বলেন, “আরজি কর কাণ্ডের জেরে এই বছর সরকারি অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে । পরবর্তীকালে পরিস্থিতি বিবেচনা করে বড় আকারে যে অনুষ্ঠান হয়, তা করা হবে ।” কিন্তু তার মধ্যেও বিদ্যাসাগরের বংশ পরিচয় নিয়ে বড়সড় ত্রুটি নজরে চলে এল ৷

আরো পড়ুন:- বর্ষাকালে কমবে বিদ্যুৎ বিল, এই কাজগুলি করলেই হবে

এদিকে এ দিন সকালে কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তিতে মাল্যদান করেন শিক্ষামন্ত্রী । সেখানে মাল্যদান করার পর তিনি মুখ খোলেন আপার প্রাইমারির নিয়োগ নিয়ে । তিনি বলেন, ‘‘মাননীয় মুখ্যমন্ত্রী যেমনটা চেয়েছিলেন পুজোর আগে দ্রুত নিয়োগের । আদালতের নির্ধারিত সময়ের আগেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে । কমিশন মেধাতালিকা প্রকাশ করেছে । কাউন্সেলিং-এর প্রক্রিয়াও শুরু হবে । তবে তা নির্দিষ্ট করে দিনক্ষণ এসএসসি চেয়ারম্যান বলতে পারবেন । আমরা তো আশাবাদী । এর আগেও আমরা বলেছি, একে একে জট আমরা ছাড়াব ।”

#End

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন