Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কর্নাটকের মন্ত্রী লক্ষ্মী হেব্বালকরের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ। গ্রেপ্তার বিজেপি নেতা সিটি রবি। বৃহস্পতিবার রাতে বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়। বিজেপির প্রাক্তন জাতীয় সম্পাদকের বিরুদ্ধে যৌন হেনস্থা, মহিলাকে অশালীন মন্তব্য ও অঙ্গভঙ্গি করার অপরাধে এফআইআর দায়ের করে মামলা রুজু হয়েছে।
এ দিন বেলগাভিতে কর্নাটক বিধানসভার শীতকালীন অধিবেশন চলাকালীন শেষ দিনে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী লক্ষ্মী হেব্বালকরের সঙ্গে সিটি রবি বিতর্কে জড়িয়ে পড়েন। লক্ষ্মী হেব্বালকর অভিযোগ করেছেন, তর্কের মাঝেই বেশ কয়েকবার অবমাননাকর শব্দ ব্যবহার করেছেন। অশালীন অঙ্গভঙ্গি করেছেন বলেও অভিযোগ।
আরো পড়ুন:– হাওড়া শাখায় ১ মাসের বেশি বাতিল বহু লোকাল, ভোগান্তি এড়াতে দেখে নিন তালিকা
কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, মঙ্গলবার বিআর আম্বেদকর সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য নিয়ে হট্টগোলের পরেই অধিবেশন স্থগিত করে দেওয়া হয়েছি। তার মাঝেই রবি হেব্বালকারের বিরুদ্ধে বেশ কয়েকবার অবমাননাকর শব্দ ব্যবহার করেছিলেন সিটি রবি। যা শুধু একজন মন্ত্রীকেই অপমান নয়, গোটা নারী সমাজের অপমান।
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা সিটি রবি। হেব্বালকার তাঁর বিরুদ্ধে ‘মিথ্যা’ অভিযোগ করেছেন বলে দাবি তাঁর। প্রসঙ্গত, কয়েক মাস আগেই এক ঠিকাদারকে হুমকি ও বর্ণ বিদ্বেষী মন্তব্যের জন্য বেঙ্গালুরুর রাজরাজেশ্বরী নগরের বিধায়ক মুনিরথনাকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই ঠিকাদার দাবি করেছিলেন, তাঁকে কাজ পাইয়ে দেওয়ার জন্য ঘুষ চাওয়া হয়েছিল। সামর্থ্য না থাকায় তাঁকে হুমকি দেওয়া হয় এবং দলিত বলে অপমান করা হয় বলেও অভিযোগ করা হয়েছিল।
আরো পড়ুন:– Instagram ও Threads-এ বড় বদল আনল মেটা, কী সুবিধা হবে এ বার? জেনে নিন
আরো পড়ুন:- হেয়ার অয়েল নাকি ভোজ্য তেল? নারকেল তেল নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের