Bangla News Dunia, জয় রায় :- কিছুদিন পরেই রাজ্য জুড়ে পৌরসভা নির্বাচন। আর এই পৌরসভা নির্বাচনকে রাজনৈতিক মহল সেমিফাইনাল বলছেন। আর কোনো ভাবেই বিজেপি বাংলার তৃনমুল সরকারকে মাটি ছেড়ে দেবেনা তা আগেই বোঝা গেছে। আর এবার বাংলার সাংসদদের সাথে কথা বলে মোদী তাই বোঝাতে চাইলেন। কারণ বিজেপি একুশের বিধানসভা নির্বাচন পাখির চোখ হিসাবে দেখছে।
বর্তমানে দেশের সংসদে কাজ কর্ম চলছে। আর তারই ফাঁকে প্রধানমন্ত্রী মোদী বাংলার সাংসদদের ক্লাস নিচ্ছেন। দুদিনে বাংলার পাঁচ জন সংসদের সাথে রাজ্যের বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। এমনকি একান্ত ভাবে বৈঠক ও করেছেন। আর আগামী দিনে বাংলার বাকি সাংসদদের সাথে বৈঠকে বসার কথা আছে প্রধানমন্ত্রী মোদির।
বঙ্গ বিজেপি সূত্রে খবর , প্রধানমন্ত্রী সাংসদদের সাথে শুধু প্রশাসনিক বৈঠকই করছেন না। তিনি রাজ্যের রাজনীতির সমস্ত খবর নিচ্ছেন। সাংসদদের থেকে প্রধানমন্ত্রী জেনে নিচ্ছেন বাংলায় বিজেপির জয়ের পথের কাঁটা কি , সেই কাটা সরাতে কি করা দরকার এমনকি রাজ্যের বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে ও জানতে চান তিনি।
[ আরো পড়ুন :- প্রধানমন্ত্রী ও রাষ্টপ্রতির সুরক্ষার জন্য আসছে “এয়ার ফোর্স ওয়ান” বিমান ]
গত বুধবার দিক সর্বপ্রথম রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের সাথে একান্তে বৈঠক করেন প্রধানমন্ত্রী তার পর সেই দিনই জলপাইগুড়ির বিজেপি সংসদ জয়ন্ত রায় আর পুরুলিয়ার সংসদ জোতিন্ময় সিংহ মাহাতোর সাথে কথা বলেন প্রধানমন্ত্রী।
গতকাল প্রধানমন্তী আরো তিন বাংলার সংসদের সাথে আলোচনায় বসেন। এই আলোচনায় সৌমিত্র খাঁ , নিশীথ প্রামানিক ও লকেট চ্যাটার্জি উপস্থিত ছিলেন। তবে আগামী দিনে তিনি আরো বাংলার সাংসদদের সাথে কথা বলবেন।