বিনামূল্যে ১ মাসের জন্য আনলিমিটেড ইন্টারনেট, বছর শেষে BSNL-এর নতুন চমক

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- নতুন বছরের আগেই গ্রাহকদের জন্য দুর্দান্ত একটা অফার নিয়ে হাজির হয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। BSNL এবার তাদের ফাইবার ব্রডব্যান্ড প্লানে এক মাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা প্রদান করছে। 

তবে এই অফারটি কেবলমাত্র ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত বৈধ। আজকের এই প্রতিবেদনে এই অফারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে প্ল্যানটির সুবিধা নেওয়ার সুযোগ হাতছাড়া করবেন না।

কাদের জন্য এই অফার?

এই অফারটি BSNL-এর ফাইবার বেসিক নিও এবং ফাইবার বেসিক ব্রডব্যান্ড প্ল্যানের গ্রাহকদের জন্য মূলত উপলব্ধ রয়েছে। যারা নতুন সংযোগ নিতে চান বা বর্তমান সংযুক্তি রিনিউ করতে চান তারা এই অফারের সুবিধা পেতে পারেন।

আরো পড়ুন :- ভয়ঙ্কর যুদ্ধ কি আসন্ন ? পাক সীমান্তের দিকে এগোচ্ছে ১৫ হাজার তালিবান সেনা

অফারের শর্তাবলী

BSN-এর এই অফারটি পেতে হলে আপনাকে কমপক্ষে তিন মাসের জন্য নির্ধারিত ব্রডব্যান্ড প্ল্যানটি রিচার্জ করতে হবে। একবার রিচার্জ করা হলে আপনি এক মাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

ফাইবার বেসিক নিও (Fiber Basic Neo) প্ল্যানের সুবিধা

BSNL-এর ফাইবার বেসিক নিও (Fiber Basic Neo) প্ল্যানে যে সমস্ত সুবিধাগুলি মিলছে সেগুলি হল-

  • মূল্য- ৪৪৯/- টাকা প্রতি মাসে
  • ডেটা- মাসে ৩.৩ TB বা ৩৩০০ GB ডেটা
  • ইন্টারনেটের গতি- ৩০ MBPS পর্যন্ত (ডেটা শেষ হলে গতি কমে হবে ৪ MBPS)
  • কলিং সুবিধা- আনলিমিটেড লোকাল ও STD কলের সুবিধা মিলবে
  • অতিরিক্ত সুবিধা- ৩ মাসের জন্য রিচার্জ করলে ৫০/- টাকা ছাড় পাওয়া যাবে

আরো পড়ুন :- মাত্র 3,530 টাকা ঢেলে 33 কোটি রিটার্ন ! 6 মাসে কোটিপতি বিনিয়োগকারীরা, জানুন সেই মাল্টিব্যাগার শেয়ার সম্পর্কে

ফাইবার বেসিক প্ল্যানের সুবিধা 

BSNL-এর ফাইবার বেসিক প্ল্যানে যে সমস্ত সুবিধাগুলি মিলবে সেগুলি হল-

  • মূল্য- ৪৯৯/- টাকা প্রতি মাসে
  • ডেটা- মাসে ৩.৩ TB বা ৩৩০০ GB ডেটা
  • ইন্টারনেটের গতি- ৫০ MBPS পর্যন্ত (ডেটা শেষ হলে গতি কমে হবে ৪ MBPS)
  • কলিং সুবিধা- যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা মিলবে
  • অতিরিক্ত সুবিধা- ৩ মাসের জন্য রিচার্জ করলে ১০০/- ছাড় পাওয়া যাবে

কিভাবে রিচার্জ করবেন?

এই প্ল্যানটি রিচার্জ করার জন্য আপনি নিম্নলিখিত পদ্ধতিগুলি অনুসরণ করতে পারেন-

  • BSNL-এর অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করে রিচার্জ করতে পারেন।
  • BSNL-এর নিকটবর্তী স্টোরে গিয়ে সংযোগ বা রিচার্জ করতে পারেন। 
  • নির্ধারিত প্ল্যান বেছে নিয়ে তিন মাসের জন্য রিচার্জ করতে হবে।

 

ডেডলাইন মিস করবেন না

আপনাকে মনে রাখতে হবে, এই অফারটি শুধুমাত্র ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত বৈধ। তাই দেরি না করে এখনই এই প্ল্যানটি রিচার্জ করুন এবং বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা উপভোগ করুন।

BSNL-এর এই অফার গ্রাহকদের নতুন বছরের আগেই একটি দারুন উপহার। সাশ্রয়ী ও উচ্চগতির ইন্টারনেট পেতে চাইলে আজই অফারটি রিচার্জ করুন।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন