বিনা অনুমতিতে সেলফির চেষ্টা, রেগে আগুন শাহরুখ কী করলেন ? জানলে অবাক হবেন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শাহরুখ খানের ভক্তসংখ্যা যে প্রচুর তা বলার অপেক্ষা রাখে না। তাঁকে একঝলক দেখতে স্বপ্নের ‘মন্নত’-এর বাইরেও ঢল নামে ভক্তদের। শুটিং সেটে হোক বা পথে-ঘটে, ভক্তরা তাঁকে এক ঝলক দেখার জন্য বরাবরই জড়ো হন। কিন্তু, বারবারই নিরাপত্তা কর্মীদের ভিড় সামলানো কঠিন হয়ে পড়ে। ইউসুফ ইব্রাহিম। যিনি কয়েক দশক ধরে ইন্ডাস্ট্রির একজন সেলিব্রিটি বডিগার্ড হিসেবে পরিচিত। তিনি বেশ কিছু সেলিব্রিটির সঙ্গেও কাজ করেছেন। শাহরুখ একবার রেগে গিয়েছিলেন তাঁর এক ভক্তের উপর। কোনও অনুমতি ছাড়া সেলফি তোলার জন্য রেগে আগুন হয়ে যান অভিনেতা।

সিদ্ধার্থ কান্নানকে দেওয়া একটি সাক্ষাৎকারে ইউসুফ বলেন, মিডিয়া প্রায়শই ভাইরাল মুহূর্তগুলি ক্যাপচার করার জন্য এই ধরনের সুযোগ খোঁজে। তবে মনে রাখা প্রয়োজন অভিনেতারাও মানুষ। তাঁর কথায়, ‘ভক্তদেরও নিজেদের সীমানা বজায় রাখতে হবে। এবং অভিনেতাকে সম্মান দিতে হবে। ফোন নিয়ে তাড়াহুড়ো করে তোলা সেলফির পরিবর্তে, তাঁদের বিনীতভাবে জিজ্ঞাসা করা উচিত যে ছবি তোলা আদৌও সম্ভব কি না।’

কোনও ভাইরাল ভিডিয়ো নিয়ে মন্তব্য করা সহজ। তবে তাঁদের জীবনের যে কোনও বিষয় বাস্তবে উপলব্ধি করা কঠিন। ইউসুফের কথায়, ‘কয়েক ঘণ্টার জন্য মেকআপ করে বসে থাকা এবং টানা ১২-১৪ ঘণ্টা ধরে আলোর নিচে থাকা সহজ বিষয় নয়। তাঁদের ব্যক্তিগত জীবনের জন্য সময় খুবই কম। তাই কিছু ঘটনায় বিরক্ত হওয়াটাও খুব স্বাভাবিক।’

ইউসুফ কয়েক বছর আগের একটি ঘটনা তুলে ধরেন। শাহরুখ খান আইপিএল চলাকালীন আজমির শরিফের দরগা পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু, তাঁর সফরের খবর ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ইউসুফ বলেন, ‘আমরা যখন পৌঁছই, তখন পুরো শহর জেনে গিয়েছেন যে শাহরুখ দরগায় আসছেন। এত মানুষের ভিড়, সেলফির আবদার, যে রীতিমতো একটা সময় মেজাজ হারান শাহরুখ। তবে পরমুহূর্তেই পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছিল।’

আরও পড়ুন:– স্টক মার্কেট লিস্টিংয়েই ২৫% দাম বাড়ল, এই সংস্থার শেয়ার দিতে পারে বড় রিটার্ন

আরও পড়ুন:– বেড়ালের রহস্যমৃত্যুতে হলো ময়নাতদন্ত, জানুন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন