বিপিএসসির প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা বাতিলের দাবিতে অনশনে পিকে

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- বিপিএসসি পরীক্ষা বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের অনশনে বসলেন ভোটকুশলী তথা রাজনীতিবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিপিএসসি দ্বারা আয়োজিত ২০২৪-এর ইন্টিগ্রেটেড কম্বাইন্ড কমপিটিটিভ (প্রিলিমিনারি) এগজামিনেশন (সিসিই) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে হাজার হাজার চাকরিপ্রার্থী এক সপ্তাহ ধরে পাটনায় বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁরা ওই পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে বৈঠকের দাবি জানিয়েছেন। প্রতিবাদীদের দাবিকে সমর্থন জানিয়েছেন জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। ওই দাবিতে তিনি বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন। চাকরির পরীক্ষায় দুর্নীতি বন্ধের দাবি জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, পাটনার গান্ধি ময়দানে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে প্রশান্ত কিশোর এবং অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন :- মাত্র 3,530 টাকা ঢেলে 33 কোটি রিটার্ন ! 6 মাসে কোটিপতি বিনিয়োগকারীরা, জানুন সেই মাল্টিব্যাগার শেয়ার সম্পর্কে

আরো পড়ুন :- ‘এবার ঘুরে দাঁড়ানোর পালা’- কার উদ্দেশ্যে বার্তা সলমন খানের ?

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন