Bangla News Dunia, জয় রায় :- ইরান ও আমেরিকার সংঘাতের জেরে টানটান উত্তেজনায় ফুটছে পশ্চিম এশিয়া। ইতিমধ্যেই ওই এলাকার আকাশসীমা এড়িয়ে যাওয়ার জন্য নিজের দেশের বিমান সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এ বার সেই পথে হাঁটল ভারতও। ইরান, ইরাক, পারস্য উপসাগর ও ওমান উপসাগরের আকাশসীমা এড়ানোর জন্য ভারতীয় বিমান সংস্থাগুলিকে ‘পরামর্শ’ দেওয়া হয়েছে। একইসঙ্গে, দেশবাসীকে জরুরি কাজ না থাকলে ইরাকে না যাওয়ার সতর্কবার্তা দিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক।
[ আরো পড়ুন :- ওরাল সেক্স থেকে ক্যান্সার ! কি করে হচ্ছে।]
ভারতের বিদেশ মন্ত্রকের একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘ইরাকের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই জরুরি কাজ না থাকলে ভারতীয় নাগরিকদের ওই এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’’ একই সঙ্গে ইরাকে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকার কথা বলা হয়েছে। ইরাকের মধ্যে সফরের ক্ষেত্রেও সতর্কবার্তা জারি করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, প্রয়োজনে বাগদাদ ও এরবিলের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার জন্য।
মার্কিন ড্রোন হামলায় ইরানের সেনা জেনারেল কামেস সোলেমানির মৃত্যু ঘিরে দু’দেশের মধ্যে সঙ্ঘাত চরমে পৌঁছেছে। বুধবার সকালেই ইরাকের আল আসাদ এবং ইরবিল এলাকায় অবস্থিত মার্কিন সেনা ও যৌথবাহিনীর দু’টি সেনাঘাঁটিতে হামলা চালানো হয়েছে ইরানের তরফে।