বিয়ের আসরে বন্দুক হাতে নাচ ! ভিডিও ভাইরাল হতেই আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২   

By Bangla News Dunia Dinesh

Updated on:

 

Bangla News Dunia, দীনেশ :- বিয়ের আসরে মদ্যপ অবস্থায় পিস্তল উঁচিয়ে নাচ দুই যুবকের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে আরারিয়ার গিদবাস গ্রামে। এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। সেই ভিডিও দেখে দুই যুবককেই গ্রেপ্তার করে আরারিয়ার রানিগঞ্জ থানার পুলিশ। উদ্ধার হয়েছে ধৃতদের হেপাজতে থাকা দুটি আগ্নেয়াস্ত্র। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরো পড়ুন :- লক্ষ্মীর ভান্ডার সহ মিলবে আরও সুবিধা, ২০২৬ এর আগেই বিরাট প্ল্যান মুখ্যমন্ত্রীর

জানা গিয়েছে, এদিন রাতে বিয়ের অনুষ্ঠান চলছিল আরারিয়ার রানীগঞ্জ থানা এলাকার গিদবাস গ্রামে। সেখানে দুই যুবক মদ্যপ অবস্থায় বন্দুক উঁচিয়ে নাচ শুরু করেন। কোনওভাবে রাতেই এই ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হয়ে যায়। এই ঘটনার পর রাতে গ্রামের চৌকিদার খবর দেন  রানীগঞ্জ থানার পুলিশকে। পুলিশ রাতেই এই ভিডিও ফুটেজের ভিত্তিতে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে। ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয় দুইটি আগ্নেয়াস্ত্র।

আরো পড়ুন :- মোদির প্রশংসায় পঞ্চমুখ পুতিন, দিলেন বড় আশ্বাস

ধৃতরা হলেন সুরজ কুমার ও মহম্মদ সরফরাজ আলম। এর দুজনেই আরারিয়ার বাসিন্দা। শনিবার তাঁদের তোলা হয় আরারিয়া আদালতে। তাঁদের ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আরারিয়ার পুলিশ সুপার অমিত রঞ্জন এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। সেই সঙ্গে গ্রামের চৌকিদারকে পুরস্কৃত করা হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।

আরো পড়ুন :- আর অল্প সময়ের অপেক্ষা, রাতের আকাশে দেখা যাবে এক মহাজাগতিক বিস্ময়, আরও জানতে পড়ুন…..

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন