Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ‘বিরলতম ঘটনা’ ! ছত্তিশগড়ের পাহাড়ি কোরওয়া উপজাতি সম্প্রদায়ের এক নাবালিককে গণধর্ষণ করে খুন এবং তার বাবা ও বোনকে খুনের ঘটনায় 5 জনের মৃত্যুদণ্ড দিল ছত্তিশগড়ের কোরবা জেলা আদালত ৷ সেই সঙ্গে, এই মামলায় বাকি একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন বিচারক ৷ তিন বছর আগের ঘটনায় সোমবার এই রায় দেয় আদালত ৷
রায়দানের সময় বিচারক মমতা ভোজওয়ানি বলেন, “ঘটনাটি অমানবিক ও নৃশংস ৷ লালসা চরিতার্থ করতে নিরীহ ও দুর্বল মানুষকে হত্যা করা হয়েছে ৷ সমগ্র জাতির উপর ঘটনার বিরুপ প্রভাব পড়েছে ৷ এই আবহে মৃত্যুদণ্ড ছাড়া যাবজ্জীবন সাজা বেছে নেওয়া আদালতের পক্ষে সম্ভব নয় ৷”
উল্লেখ্য, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সন্তরাম মানঝওয়ার (অপরাধের সময় তাঁর বয়স ছিল 45 বছর), অনিল কুমার সারথি (20), পারদেশী দাস (35), আনন্দ দাস (26) এবং আব্দুল জাব্বার ওরফে ভিকি মেনন (29) ৷ এরা সকলেই ছত্তিশগড়ের লেমরু ও কোরবা এলাকার বাসিন্দা ৷ সেই সঙ্গে, মামলার অপর এক দোষী উমাশঙ্কর যাদবকে (22) যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয় আদালত ৷
ঠিক কী ঘটেছিল ?
মামলার শুনানি চলাকালীন 2021 সালের ঘটনার সম্পূর্ণ বিবরণ তুলে ধরেন সরকারি আইনজীবী সুনিল সিং ৷ তিনি জানান, সেই সময় সন্তরামের বাড়িতে গবাদি পশু দেখাশোনার কাজ করত নির্যাতিতার পরিবার ৷ কাজের বিনিময়ে তাঁদের মাসিক 8 হাজার টাকা ও 10 কেজি চাল দেওয়ার প্রতিশ্রুতি দেয় সন্তরাম ৷ কিন্তু, পরে প্রতিশ্রুতি থেকে পিছিয়ে যায় সে ৷ অবশেষে সেই কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন নির্যাতিতার বাবা ৷
ঘটনার দিন সন্তরামের বাড়ি থেকে চলে যান কোরবা পরিবার ৷ এরপর দুই মেয়ে ও বাবাকে বাসস্ট্যান্ডে পৌঁছে দেওয়ার নাম করে গড় উপারোদার জঙ্গলে নিয়ে যায় সন্তরাম ৷ সেখানে সন্তরাম ও তার 5 জন সঙ্গী সঙ্গে বড় মেয়েকে গণধর্ষণ এবং বাবা ও বোনকে বেধড়ক মারধর করে ৷ এরপর সেখান থেকে পালিয়ে যায় তারা ৷
ঘটনার 3 দিন পর 2 ফেব্রুয়ারি বাবা ও বোনেদের কোনও খোঁজ না-পেয়ে কোরবা থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার ভাই ৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয় ৷ এরপর জঙ্গলের ভিতর থেকে নির্যাতিতাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পুলিশ ৷ বাকিদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নির্যাতিতার মৃত্যু হয় ৷
দোষীদের জিজ্ঞাসাবাদ করতেই সব স্বীকার করে নেয় তারা ৷ দোষীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা 302 (খুন), ধারা 376 (2)G (গণধর্ষণ) এবং তফসিলি উপজাতি রক্ষা আইন এবং পক্সো ধারায় মামলা দায়ের করা হয় ৷ সোমবার সেই ঘটনার রায় দেন কোরবা জেলা আদালতের বিচারক ৷
আরও পড়ুন:– ব্রিটেনই ভেঙে দিয়েছিল ভারতের উৎপাদন শিল্পের কোমর, কত টাকা লুট করেছিল তারা?
আরও পড়ুন:– ভারতীয় রেলে 32,438 শূন্যপদে চাকরি। মাসিক বেতন 18,000/- টাকা। মাধ্যমিক পাশে আবেদন করুন