Bangla News Dunia , Rajib : গরমের তীব্র জ্বালা থেকে রক্ষা পাওয়ার জন্য সকলেই অপেক্ষা করে থাকে শীতের আগমনের। কিন্তু এইমুহূর্তে নভেম্বর মাস পড়ে গেলেও পুরোপুরি শীত আসতে এখনও দেরি রয়েছে ভারতে। তাপমাত্রায় এখনও বিশেষ কোনো পরিবর্তন আসেনি। আর এদিকে ভয়ংকর তাজ্জব পরিস্থিতি তৈরি হয়েছে সৌদি আরবে (Saudi Arabia)। গোটা মরুভূমি ঢেকে গিয়েছে বরফের চাদরে। এমন অবাক কাণ্ড দেখে সকলেই অবাক।
ভাইরাল ভিডিও, ছবি
সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়ে পড়েছে মুহূর্তে। যেখানে দেখা যাচ্ছে সৌদি আরবের ঊষর মরুপ্রান্তর যেখানে তাপমাত্রার পারদ ভয়ংকরভাবে বাড়ে সেই এলাকা এবার ঢাকল বরফে। সৌদির উত্তরে রয়েছে আল-জাওফ প্রদেশ। আল-জাওফ প্রদেশের পশ্চিমে রয়েছে জর্ডন। শীতের দিনে এখানে তাপমাত্রার পারদ নামে ঠিকই, তাই বলে মাইনাসের নীচে একদমই ভাবা যায় না। এবার সেটাও হল। কিছু দিন আগে সেই আল জফই প্রবল শিলাবৃষ্টির ফলে গোটা মরুভূমি ঢাকল সাদা চাদরে। যা দেখলে একদমই বোঝা যায় না যে এটি একটি মরুপ্রান্তর।
🏝❄️ Saudi Arabian desert covered in snow
This is the first time in history that the desert has been covered in snow, as temperatures there rarely drop to such levels.
A severe hail storm also raged there recently. pic.twitter.com/4wjSaaRMfo
— Nurlan Mededov (@mededov_nurlan) November 3, 2024
সৌদি আরবের একটি সংবাদসংস্থা জানাচ্ছে, প্রবল শিলাবৃষ্টিতে রাস্তাঘাট, ঢেউ খেলানো ভূভাগ— যে দিকে চোখ যায় সবটাই সাদা চাদরে মুড়েছে। সম্পূর্ণ চিত্রই বদলে গিয়েছে আল-জাওফের। স্বাভাবিক ভাবেই মরুভূমির বুকে তুষারপাতে তাই বাড়তি কৌতূহল তৈরি হয়েছে। কিন্তু আবহাওয়াবিদরা এই পরিবর্তনকে খুব একটা ভালো চোখে দেখছেন না। ২০১৬ সালে সৌদি আরবে এক বার তুষারপাত হয়েছিল। সেই সময় প্রবল বৃষ্টির মাধ্যমেই সৌদি আরবের শাকরা এবং তবুলকের বরফের আস্তরণ দেখা গিয়েছিল। তখন সেখানকার তাপমাত্রাও পৌঁছেছিল হিমাঙ্কের নীচে। এর আগে, চলতি বছরের, ফেব্রুয়ারি মাসে আল-জওফের পাহাড়ি অঞ্চলে তুষারপাত ঘটে। তবে মরুভূমিতে তুষারপাত এই প্রথম সেখানে।
আবহাওয়া নিয়ে চরম সতর্কবার্তা
এই প্রসঙ্গে ন্যাশনাল সেন্টার অফ মিডিওরলজি জানিয়েছে, আরব সাগর থেকে ঢুকে পড়া একটি নিম্নচাপ ওই অঞ্চল থেকে ওমান পর্যন্ত প্রভাব ফেলছে যার প্রভাবে প্রথমে ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি এবং পরে তুষারপাত হচ্ছে। এই রেশ বেশ কিছুদিন থাকবে। সৌদি আরবের আবহাওয়া বিভাগ দফতর জানিয়েছে আগামী কয়েক দিনের জন্য প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টি, ঝোড়ো হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।