Bangla News Dunia, বাপ্পাদিত্য:- হলদিয়া পেট্রো কার্বন অ্যাণ্ড কেমিক্যাল লিমিটেডের হাত ধরে নতুন শিল্প আসতে চলেছে রাজ্যে। রয়েছে কর্মসংস্থানের অনেক সুযোগ।
হলদিয়া শিল্প তালুকের বাড়ধান্যঘাটা মৌজায় ১৫ একর জুড়ে ৯১ কোটি টাকার বিনিয়োগে গড়ে উঠছে ‘ইলেকট্রিক্যালি ক্যালসাইন্ড অ্যানথ্রাসাইট প্ল্যান্ট’ এবং ‘কোলতার ডিসটিলেশন প্ল্যান্ট’ বা আলকাতরা প্ল্যান্ট।
কমবেশি ৮০০ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে কারখানা দু’টিতে। আগামী দেড় বছরের মধ্যে শেষ হবে কারখানা তৈরির কাজ। দীর্ঘ কয়েক বছর পর হলদিয়ায় নতুন বিনিয়োগে খুশির হাওয়া শিল্প মহলে।
হলদিয়ায় তিন দশকের বেশি সময় ধরে কাঁচা পেট্রোলিয়াম কোক থেকে বছরে ৯৩ হাজার,৭৪৪ টন ক্যালসিনেট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউনিট রয়েছে এই সংস্থার। তার পাশেই গড়ে উঠছে নতুন এই শিল্প।
জানা গিয়েছে, ইলেকট্রিক্যালি ক্যালসাইন্ড অ্যানথ্রাসাইট প্ল্যান্ট বছরে ৭২ হাজার টন অ্যানথ্রাসাইট উৎপাদন করবে। যা দেশ ও বিদেশের স্টিল এবং অ্যালুমিনিয়াম কারখানায় গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হবে। পাশাপাশি কোলতার ডিসটিলেশন প্ল্যান্ট থেকে বছরে ৬০ হাজার টন উন্নত মানের কোলতার উৎপন্ন হবে।
সংস্থার সিনিয়র জেনারেল ম্যানেজার কৌস্তব মুখোপাধ্যায় জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ইলেকট্রিক্যালি ক্যালসাইণ্ড অ্যানথ্রাসাইট প্ল্যান্ট এবং কোলতার ডিসটিলেশন প্লান্ট তৈরির পরিকল্পনা চলছিল। হলদিয়াতে আমদানি রপ্তানির ক্ষেত্রে বন্দর রয়েছে। রয়েছে রেল এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা।
প্রয়োজনীয় জল এবং বিদ্যুৎ পাওয়ার সমস্যা নেই এখানে। সমস্ত কিছু পর্যালোচনা করে আমরা হলদিয়াতেই ৯১ কোটি টাকার খরচে এমন দুটি নতুন প্ল্যান্ট গড়বার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি।
এই শিল্প সংস্থার জন্য প্রয়োজনীয় জমি আগে থেকেই কেনা রয়েছে। দেশের বিভিন্ন স্টিল প্ল্যান্ট এবং অ্যালুমিনিয়াম প্ল্যান্টে অ্যানথ্রাসাইট সরবরাহের পাশাপাশি আমেরিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া, জার্মানি, জাপান বিভিন্ন দেশে শিল্প সংস্থাটির হলদিয়া থেকে উৎপাদন রপ্তানির পরিকল্পনা রয়েছে।