Bangla News Dunia , অমিত : আজ ১০ই মে শুক্রবার যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় মনোনয়ন জমা দিতে চলেছেন। মনোনয়ন জমা দেওয়ার আগে তিনি একটি বিরাট মিছিল করতে চলেছেন। যেই মিছিলে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপির কর্মী সমর্থকরা উপস্থিত রয়েছেন, এরই সাথে ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে সমর্থন করতে তার সাথে রয়েছেন রেল মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব।
আজ যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, সন্দেশখালীর ভাইরাল ভিডিও একটি ফেক ভিডিও। কারণ এই প্রকারের ভিডিও বানানো এআই এর মাধ্যমে খুবই সহজ। আর যদি সেই ভিডিও সত্যিও হয় তাহলে একজন মন্ডল সভাপতিকে মোটা টাকা দিয়ে কেনা তৃণমূলের পক্ষে কোন ব্যাপার নয়। এমনটাও হতে পারে যে তৃণমূল তাকে মোটা টাকা দিয়েছে বা ভয় দেখিয়েছে অথবা তৃণমূলে বড় পদ দেওয়ার আশ্বাস দিয়েছে, তাই সে এমন মন্তব্য করেছে। তিনি বলেন ওই ভাইরাল ভিডিওর তদন্ত হওয়া উচিত। কারণ ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া গঙ্গাধর কয়াল নিজেই বলেছেন যে তিনি এমন কিছু বলেননি।
এরই সাথে রাজভবনে যে শীলতাহানির ঘটনা সামনে এসেছে সেই ঘটনার সত্যতা নিয়ে ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তৃণমূল নোংরা রাজনীতি করছে। নোংরা রাজনীতি করা তৃণমূলের কাজ। আগেও রাজ্যের মুখ্যমন্ত্রী নোংরা রাজনীতি করেই রাজ্যে ক্ষমতায় এসেছেন। তাই এইবারও তৃণমূলের ব্যর্থতা ঢাকতে এই প্রকারের নোংরা রাজনীতি তিনি করছেন। তবে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ রাজ ভবনের তরফ থেকে জারি করা হয়েছে। যাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে ওই দিন ওই মহিলা পুলিশের কাছেই ছিল। ওই মহিলা যেই দিন শীলতাহানির কথা বলেছেন, সেই দিন তিনি রাজ্যপালের কাছে জানিনি। তাহলে তিনি রাজ্যপাল দ্বারা কি হবে অপকর্মের শিকার হলেন। ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলেন, মানুষ সমস্ত কিছু বোঝে, আর মানুষ সেই বুঝেই ভোট দেবে।
যাদবপুর কেন্দ্রে তার জয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ইতিমধ্যেই যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত শহর ও গ্রাম অঞ্চলে খুবই ভালো সাড়া পেয়েছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপিকে ভোট দিতে চাইছে। আর আশা করি মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে, যদি তৃণমূলের গুন্ডাবাহিনী তাদের ভোট দিতে বাধা না দেয়।