বিশ্বের দীর্ঘতম ট্রেন সফর, ২১ দিনে ১৮,৭৫৫ কিলোমিটারের পথে পড়বে ১৩টি দেশ, যাবেন নাকি?

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ট্রেনে চেপে বেড়াতে অনেকেই ভালোবাসেন। তবে সেই যাত্রা আবার দেড় দিনের বেশি হলেই বিরক্ত লাগে। প্রথম শ্রেণির কামরা হলে তাও ঠিক আছে, স্লিপার বা থার্ড এসি হলে বিরক্ত লাগা স্বাভাবিক। তবে এই বিরক্তিভাব সাধারণত ভারতীয় ট্রেনে উঠলেই বেশি হয়। পশ্চিমী দেশগুলির ট্রেনে চেপে ঘোরার মজাই কিন্তু আলাদা। আর সেই বিস্ময়কর অভিজ্ঞতাই এবার উপভোগ করতে পারবেন বিশ্বের দীর্ঘতম ট্রেনযাত্রায়। এবং তা অবশ্যই হবে বিলাসবহুল।

শুরু হোক পথচলা

বিশ্বের দীর্ঘতম ট্রেনযাত্রাটি মোট ২১ দিনের। এই ২১ দিনে ট্রেনে চেপে ঘোরা যাবে ১৩টি দেশ, অতিক্রম করবে মোট ১৮,৭৫৫ কিলোমিটার পথ। ট্রেনযাত্রা শুরু হবে পর্তুগালের আলগারভে থেকে। সেখান থেকে ইউরোপের ঐতিহাসিক শহর হয়ে সাইবেরিয়ার বরফের বিস্তৃত ভূমিতে পৌঁছবে সেটি। নানা দেশের বিবিধ সংস্কৃতি এবং প্রাকৃতিক ভূপৃষ্ঠ পেরিয়ে ট্রেন যাত্রা শেষ হবে সিঙ্গাপুরে।

দীর্ঘ এই পথে প্যারিস, মস্কো, বেইজিং এবং ব্যাংককের মতো জনপ্রিয় ভ্রমণস্থল পড়বে। আর প্রত্যেক জায়গাতেই প্রাণ ভরে বেড়াতে পারবেন পর্যটকরা। নানা দেশের নানা সংস্কৃতির সঙ্গে একবারে পরিচয় হওয়ার সুযোগ খুব একটা দেখা যায় না।

আরো পড়ুন:- চাপে পড়ে নতিস্বীকার, সব ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক ইউনূসের, জানতে পড়ুন বিস্তারিত

পথের খরচ

দীর্ঘ পথের এই রেলযাত্রা কিন্তু মোটামুটি আয়ত্তের মধ্যেই। ২১ দিনের জন্য এই বিলাসবহুল ট্রেনের জনপ্রতি ভাড়া প্রায় ১,৩৫০ ডলার থেকে শুরু। ভারতীয় মুদ্রায় যা হলো ১,১৩,৯৮৮ টাকা। একবার টিকিট কেটে ফেললে, থাকা, খাওয়া, ঘোরা, বিশ্রাম, পানীয়, বিনোদন নিয়ে আর ভাবতে হবে না। পরিষেবা মিলবে অত্যাধুনিক।

ঐতিহাসিক এক রেলপথ

ঐতিহাসিক এই রেলযাত্রা সম্ভব হয়েছে বোটেন-ভিয়েনতিয়েন রেললাইন খোলার পর। এই রেলপথ দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশকে সংযুক্ত করেছে। এই সংযোজনের ফলে ইউরোপ এবং এশিয়ার মধ্যে নিরবচ্ছিন্ন ভ্রমণের পথ প্রশস্ত হয়েছে। রেল সফরের সময় ভৌগলিক এবং সাংস্কৃতিক বৈচিত্র দারুণ উপভোগ করবেন যাত্রীরা।

অ্যাডভেঞ্চারের আগে…

অপূর্ব এই ভ্রমণ শুরু করার আগে ভ্রমণকারীর পুঙ্খানুপুঙ্খ প্রস্তুতি অপরিহার্য। ট্রেনের রুটে বরাবর আবহাওয়ার পরিবর্তন হবে। তার জন্য তৈরি থাকতে হবে ভ্রমণকারীকে। সমস্ত প্রয়োজনীয় ভ্রমণ নথিগুলি ঠিক আছে কি না, তা ঠিকভাবে নিশ্চিত করতে হবে এবং ট্রেনে সঠিক আসন পেয়েছেন কি না সেটিও নিশ্চিত করে নিতে হবে। পথে বিপদ এড়াতে বিভিন্ন রেল বিভাগের মধ্যে সংযোগ অবশ্যই যাচাই করতে হবে।

আরো পড়ুন:- চাপে পড়ে নতিস্বীকার, সব ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক ইউনূসের, জানতে পড়ুন বিস্তারিত

আরো পড়ুন:- ব্রেন তীক্ষ্ণ রাখতে চান? এই ব্যায়ামগুলিতে স্মৃতিশক্তি প্রখর থাকবে- বুদ্ধি বাড়বে মস্তিষ্কের

 

মন্তব্য করুন