Bangla News Dunia, Pallab : নতুন করে ভারতের দিকে নজর দিল চিন। এবার চিনের তরফে এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার দরুন কিছুটা হলেও চমকে যেতে বাধ্য ভারত। আসলে এবার চিন-ভারত সীমান্ত ঘেঁষে এখনও অবধিকার সবথেকে বড় ড্যাম বানানোর পরিকল্পনা করছে চিন বলে সূত্রের খবর। সূত্রের খবর, ব্রহ্মপুত্র নদের উপর এই বাঁধ নির্মাণের প্রকল্পে অনুমোদন দিয়েছে চিন। এটি বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ প্রকল্প হিসাবেও বিবেচিত হবে বলে মনে করা হচ্ছে। আর এই ড্যাম তৈরী করতে কয়েক যে বিলিয়ন টাকা খরচ করবে চিন সে সম্পর্কে আপনি ধারণাও করতে পারবেন না।
সবথেকে বড় ড্যাম তৈরী করবে চিন!
যতদূর জানা যাচ্ছে, ১৩৭ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে বিশ্বের সর্ববৃহৎ বাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদন করা হয়েছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ভারত সীমান্তের কাছে এ যাবৎকালের বৃহত্তম বাঁধ তৈরি করবে কি চিন? সূত্রের খবর, চিনের এই প্রকল্পের অনুমোদন দেওয়ায় নদীর তীরবর্তী দেশ ভারত ও বাংলাদেশে উদ্বেগ দেখা দিয়েছে। চিনের এহেব প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, ব্রহ্মপুত্র নদের ওপর ভারতীয় সীমান্তের কাছে তিব্বতে বাঁধ নির্মাণ করা হবে।
আরো পড়ুন :- ভয়ঙ্কর যুদ্ধ কি আসন্ন ? পাক সীমান্তের দিকে এগোচ্ছে ১৫ হাজার তালিবান সেনা
জলবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন
চিন সরকার ব্রহ্মপুত্র নদের তীরে একটি জলবিদ্যুৎ প্রকল্প অনুমোদন করেছে বলে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে। তিব্বতে এই নদীটি ইয়ারলুং জাংবো নামে পরিচিত। আর এখানেই প্রকল্পের জন্য একটি বাঁধ নির্মাণ করা হবে। এটি হিমালয়ের কাছাকাছি একটি বিশাল উপত্যকায় নির্মিত হবে। এই জায়গা থেকেই ব্রহ্মপুত্র নদ অরুণাচল প্রদেশের দিকে প্রবাহিত হয়ে বাংলাদেশে পতিত হয়।
চিনের বাঁধগুলোতে মোট বিনিয়োগ এক ট্রিলিয়ন ইউয়ান (১৩৭ বিলিয়ন মার্কিন ডলার) ছাড়িয়ে যেতে পারে। এত বিপুল পরিমাণ অর্থ দিয়ে নির্মিত এই বাঁধ তৈরি হলে চিন নিজেরই সব রেকর্ড ভাঙবে। বর্তমানে চিনের থ্রি গর্জেস বাঁধকে বিশ্বের বৃহত্তম বাঁধ হিসেবে বিবেচনা করা হয়।
চিন্তা বাড়ল ভারতের
এদিকে চিনের এহেন পদক্ষেপের কারণে সিঁদুরে মেঘ দেখছে ভারত। বাঁধের আকারের কারণে চিন ব্রহ্মপুত্র থেকে জল প্রবাহ নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। প্রতিবেশী কোনো দেশের সঙ্গে সংঘর্ষ হলে চিন সীমান্ত এলাকায় বন্যার জন্য বিপুল পরিমাণ জল ছেড়ে দেওয়ার কৌশল অবলম্বন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। যাইহোক, আগামী দিনে কী হয় সেদিকে নজর থাকবে সকলের।