বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে 5G সংযোগ দিয়ে ইতিহাস গড়ল Jio ! নখ কামড়াচ্ছে BSNL, Airtel

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : নতুন বছরের শুরুতেই ফের একবার মাইলফলক অর্জন করল মুকেশ আম্বানির রিলায়েন্স Jio। কেউ হয়তো ভাবতেও পারেননি যে Jio এরকম কাজও করে দেখাতে পারে। আসলে ভারতের সবথেকে ধনকুবের ব্যক্তি মুকেশ আম্বানির কোম্পানি যত সময় এগোচ্ছে ততই একের পর এক সাফল্য অর্জন করছে। এবারও সেটার ব্যতিক্রম ঘটল না। এবার সিয়াচেনের মতো হাড় কাঁপিয়ে দেওয়া ঠান্ডারেও নতুন রেকর্ড গড়ল জিও।

আরও পড়ুন:– রাজ্যে খুব শীঘ্রই বসবে ৪ লক্ষ প্রিপেড স্মার্ট মিটার, আরও জানতে পড়ুন….

এবার সিয়াচেনেও Jio-র নেটওয়ার্ক

ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি জিও সিয়াচেন হিমবাহে 4G এবং 5G নেটওয়ার্ক চালু করে ইতিহাস তৈরি করেছে। এই অর্জনের ফলে এটি বিশ্বের সর্বোচ্চ এবং চ্যালেঞ্জিং যুদ্ধক্ষেত্রে হাইস্পিড মোবাইল সংযোগ সরবরাহকারী প্রথম টেলিকম সংস্থা হয়ে উঠল জিও। ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় রিলায়েন্স জিও এই প্রত্যন্ত অঞ্চলে একটি 5G বেস স্টেশন স্থাপন করে সেনা দিবসের আগে সেনা কর্মীদের একটি অমূল্য উপহার দিয়েছে। এদিকে এখনও অবধি এই কাজ করে উঠতে পারেনি দেশের অন্যান্য প্রথম সারির টেলিকম কোম্পানি VI, BSNL, Airtel।

জিও-র মুকুটে নয়া পালক

সিয়াচেনের মতো দুর্গম জায়গায় মোবাইল সংযোগ আনতে অসাধারণ সাফল্য পেয়েছে জিও। সেনা সিগন্যালার্স এবং জিওর দেশীয় 5G প্রযুক্তির সহায়তায় এই সাফল্য সম্ভব হয়েছে। প্লাগ-অ্যান্ড-প্লে প্রাক-কনফিগার করা ডিভাইস সিয়াচেন হিমবাহের একটি অগ্রিম পোস্টে ইনস্টল করা হয়েছে। সেনা সিগন্যালারদের সঙ্গে ব্যাপক সহযোগিতায় এই কাজটি সম্পাদনের জন্য একাধিক প্রশিক্ষণ সেশন, সিস্টেমের প্রাক-কনফিগারেশন এবং ব্যাপক পরীক্ষা জড়িত। অর্থাৎ নতুন এই নেটওয়ার্কের ফলে একদিকে যেমন সেনাবাহিনী উপকৃত হবেন ঠিক সেভাবে লাভবান হবে জিও-ও বলে মনে করা হচ্ছে।

ভারতীয় সেনাবাহিনী সিয়াচেন হিমবাহের দুর্গম ভূখণ্ডে জিওর সরঞ্জাম পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই অংশীদারিত্ব ১৬,০০০ ফুট উচ্চতায় কারাকোরাম রেঞ্জে সংযোগ স্থাপনে সফল হয়েছে। এই অঞ্চলের তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। জিও-র এই উদ্যোগ সশস্ত্র বাহিনীর জন্য যোগাযোগের চ্যালেঞ্জগুলি সমাধান করেছে, যার ফলে এই কঠোর পরিস্থিতিতে ভারতের সীমান্ত সুরক্ষিত করার ক্ষমতা বাড়বে।

মিলবে হাইস্পিড নেট

এই অর্জন সত্যিই ঐতিহাসিক। লাদাখ অঞ্চলে নেটওয়ার্ক পরিষেবা সম্প্রসারণ করে সীমান্তে ফরোয়ার্ড পোস্টগুলিতে সংযোগকে অগ্রাধিকার দিচ্ছে জিও। সিয়াচেন হিমবাহে 5G পরিষেবা চালু হওয়ার সাথে সাথে রিলায়েন্স জিও অন্যান্য টেলিকম অপারেটরদের জন্য একটি নতুন মান স্থাপন করেছে। এই ধরনের কঠিন এবং প্রতিকূল পরিস্থিতিতে উচ্চ-গতির সংযোগ সরবরাহ করা নিজেই একটি অসাধারণ অর্জন।

আরও পড়ুন:– পোস্ট অফিসে একাধিক শূন্যপদে চাকরি। সরাসরি অনলাইনে জমা করুন আবেদন। বিস্তারিত দেখে নিন

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন