বিশ্বের সুপার পাওয়ারদের তালিকায় ভারতেরও থাকা উচিত : পুতিন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

modi putin brics 2024

Bangla News Dunia , Pallab : মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয়, ইউক্রেন যুদ্ধ সহ একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনার মাঝে এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কণ্ঠে ভারতের প্রশংসা। রাশিয়ার সোচিতে ‘ভালদাই ডিসকাশন ক্লাব’ এ সদ্য ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট। সেখানে প্লেনারি সেশনের মঞ্চ থেকে পুতিন বলেন, বিশ্বের সুপার পাওয়ারদের তালিকায় ভারতেরও থাকা উচিত।

আরো পড়ুন : সন্তানকে মানুষ করতে মেনে চলুন কালাম স্যারের ৬ নীতি, সমাজে দৃষ্টান্ত সৃষ্টি করবে আপনার বাচ্চা

ভারত ও রাশিয়া মধ্যে আরও আস্থা ও বিশ্বাস নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক চলেছে। পুতিন ওই সভায় বলেন, ‘সুপার পাওয়ারদের (বিশ্বে) তালিকায় ভারতকেও নিঃসন্দেহে সংযুক্ত করা উচিত। প্রায় দেড়শো কোটি জনতা নিয়ে বিশ্বে এই দেশ সব অর্থনীতির মাঝে দ্রুততর এগোচ্ছে।’ ভারতের প্রাচীন সংস্কৃতিরও প্রশংসা করেন পুতিন। তিনি দাবি করেন, ভারতের দ্রুততর গতিতে উন্নয়নের সম্ভাবনা রয়েছে।

ভারতকে ‘মহান দেশ’ আখ্যা দিয়ে পুতিন বলছেন,’ আমরা ভারতের সঙ্গে সব দিক দিয়েই সম্পর্ক গড়ে তুলছি। ভারত একটি মহান দেশ, এখন জনসংখ্যার দিক থেকে বৃহত্তম।’ কূটনৈতিক চাল উস্কে পুতিন বলেন,’ কোথায় এবং কোন গতিতে আমাদের সম্পর্ক গড়ে উঠবে সে সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি আজকের বাস্তবতা অবস্থার ওপর নির্ভর করছে। #Short News

আরো পড়ুন :- ঝড়েও হবে না ক্ষতি, সুন্দরবন বাঁচাতে ৪৫০০ হেক্টর জমিতে ম্যানগ্রোভ প্রকল্প, হবে বিপুল কর্মসংস্থান

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন