Bangla News Dunia, দীনেশ :- প্রাণ সঙ্কটাপন্ন, তাই নিরাপত্তা বাড়ানোর আর্জি জানালেন বিহারের পূর্ণিয়া লোকসভা কেন্দ্রের নির্দল সাংসদ রাজেশ রঞ্জন যাদব ওরফে পাপ্পু যাদব। পাপ্পুর দাবি, তাঁকে প্রাণ নাশের হুমকি দিচ্ছেন কুখ্যাত মাফিয়া লরেন্স বিষ্ণোই। বিষয়টি তিনি অভিযোগ আকারে জানিয়েছেন পূর্ণিয়া পুলিশকেও। অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ নির্দল সাংসদের। যদিও পুলিশের দাবি, পুরোটাই নাটক পাপ্পুর।
আরো পড়ুন :- সংসদে মোদী সরকারের পাশে দাঁড়াল তৃণমূল !
মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পূর্ণিয়ার পুলিশ সুপার কার্তিকেও শর্মা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার বলেন, ‘সাংসদ পাপ্পু যাদব তাঁর এক অনুগামী ভোজপুরের বাসিন্দা রামবাবুকে দিয়ে এই হুমকির ফোন করাতেন। পূর্ণিয়া পুলিশ এই অভিযোগের তদন্তের পরে রামবাবুকে আটক করেছে।’ আর তাঁর দাবি, রামবাবুও এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। নিজের জেড ক্যাটিগরি সুরক্ষা পাওয়ার জন্যই এই নাটক করেছেন সাংসদ। রামবাবুর বক্তব্য, ‘সাংসদ ওনাকে মোটা অংকের টাকা দিয়েছেন। আর দলে বড় পদ দেবার আশ্বাস দিয়েছেন।’ অপরদিকে পুলিশ সুপার এই মর্মে একটি ভিডিও ফুটেজ ভাইরাল করেছেন। যদিও এই ভিডিওর সত্যতা উত্তরবঙ্গ সংবাদ খতিয়ে দেখেনি।
আরো পড়ুন :- এ দেশে রাস্তায় গাড়ি থামালে বিপদ, হবে বিপুল অঙ্কের জরিমানা, জানুন আজব আইন সম্পর্কে
অপরদিকে পুলিশ সুপারের সাংবাদিক বৈঠকের পরেই বিহার পুলিশ ও রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে একহাত নিয়েছেন পাপ্পু যাদব। পাপ্পু যাদব নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘বিহার পুলিশ ও মুখ্যমন্ত্রী মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। একসময় মজফরপুরের কংগ্রেসের বিধায়ক হেমন্ত শাহীকে মাফিয়ারা প্রাণ নাশের হুমকি দিয়েছিল। পুলিশ সেই সময় কোনও পদক্ষেপ না নেওয়ায় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারাতে হয়েছিল হেমন্ত শাহীকে। যদি আমি কাউকে টাকা দিয়ে এই নাটক করিয়ে থাকি, তবে পুলিশ ও রাজ্য সরকার বিশেষ তদন্ত করুক। আর রামবাবুকে গ্রেপ্তার করুক।’
আরো পড়ুন :- ভারত-চিন সীমান্তের পরিস্থিতি এখন কী অবস্থায়? লোকসভায় জানালেন বিদেশমন্ত্রী