Bangla News Dunia, দীনেশ :- অজ্ঞাতপরিচয় মৃতদেহ সৎকার । এবার বিশ্বের ১০০ প্রভাবশালী মহিলার তালিকায় উঠে এলেন পূজা শর্মা (Pooja Sharma)। বিবিসির এই তালিকায় জায়গা পেয়েছেন নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, অভিনেত্রী শ্যারন স্টোন, অলিম্পিকে অংশ নেওয়া অ্যাথলিট রেবেকা আনপ্রাদে এবং অ্যালিসন ফেলিক্সের মতো ব্যক্তিত্ব।
আরো পড়ুন :- সংসদে মোদী সরকারের পাশে দাঁড়াল তৃণমূল !
দুই বছর আগে দিল্লির (Delhi) রাস্তায় ভাইকে খুন করেছিল আততায়ীরা। ভাইয়ের দেহ সৎকারে কেউ এগিয়ে না আসায় শোক বুকে চেপে সেই দায়িত্ব পালন করেছিলেন পূজা। তারপর প্রায় ৪ হাজার মানুষের দেহ সৎকার করেছেন পূজা। ১৯৯৬-এ দিল্লিতে জন্ম পূজার। বেওয়ারিশ মৃতদেহ সম্মানের সঙ্গে সৎকারের কাজ করে পূজার এনজিও ‘ব্রাইট দ্য সোল’। বিভিন্ন মহলে প্রবল বাধা পেলেও এই কাজ চালিয়ে গিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয় পূজা। তিনি ছাড়াও ভারত থেকে ১০০ প্রভাবশালী মহিলার তালিকায় জায়গা করে নিয়েছেন অরুণা রায় এবং কুস্তিগির ভিনেশ ফোগট। সমাজকর্মী অরুণা ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান উইমেনের সভাপতি। মজদুর কিষাণ শক্তি নামের একটি সংগঠনও প্রতিষ্ঠা করেছেন অরুণা। সরকারি আমলার চাকরি ছেড়ে সমাজকল্যাণের কাজ বেছে নিয়েছেন অরুণা।
আরো পড়ুন :- এ দেশে রাস্তায় গাড়ি থামালে বিপদ, হবে বিপুল অঙ্কের জরিমানা, জানুন আজব আইন সম্পর্কে
আরো পড়ুন :- ভারত-চিন সীমান্তের পরিস্থিতি এখন কী অবস্থায়? লোকসভায় জানালেন বিদেশমন্ত্রী