Bangla News Dunia, দীনেশ :- বেকার যুবক-যুবতীদের জন্য রাজ্য সরকারের নতুন প্রকল্প পশ্চিমবঙ্গ ছাত্র ইন্টার্নশিপ প্রকল্প (WB Govt Internship Scheme). মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দারুন উদ্যোগ এই প্রকল্প৷ এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক-যুবতীরা মাসে দশ হাজার টাকা পাবেন। শুধু তাই নয়, পাশাপাশি ওই সমস্ত বেকার যুবক যুবতীদের ফ্রিতে প্রশিক্ষণ দেওয়া হবে। যাতে তাঁরা চাকরির জন্য যোগ্য হয়ে ওঠেন। কিন্তু এই সরকারি ইন্টার্নশিপ স্কিমের ডিটেলস আপনাকে আগে জেনে নিতে হবে। আসুন আজকের এই প্রতিবেদনে সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানা যাক।
WB Govt Internship Scheme
পশ্চিমবঙ্গের বেকারত্ব সমস্যা ঘোচাতে এবং যুবক-যুবতীদের চাকরিক্ষেত্রে নিয়োগ দিতে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এক অভিনব প্রকল্পের (Government Scheme) সূচনা করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের দ্বারা বেকার যুবক-যুবতীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। যুবক-যুবতীদের জন্য এই উদ্যোগ রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের তরফে। এই প্রকল্প রাজ্য সরকারের মাধ্যমে পরিচালনা করা হবে।
আরো পড়ুন :- মেয়েদের ‘ফুলের মতো’ বললেন খামেনেই ! হিজাব বিতর্কের মাঝে অন্য ছবি ইরানে?
WB Govt Internship Scheme Benefits
কেন্দ্রীয় সরকার ও অন্যান্য রাজ্য সরকার এমনকি পশ্চিমবঙ্গ সরকার ইন্টার্নশিপ প্রকল্পগুলির উপর বেশি করে জোর দিচ্ছে। কেননা বর্তমানে এইসব ইন্টার্নশিপ প্রকল্পের মাধ্যমে পড়ুয়ারা নিজেদের দক্ষতা অর্জন করতে পারেন এবং তারা ভবিষ্যতে চাকরি পাওয়ার জন্য উপযোগী হয়ে ওঠেন। যদি যুবক-যুবতীদের কাছে ইন্টার্নশিপ সার্টিফিকেট থাকে, তাহলে চাকরির জন্য তারা নিজেদের যোগ্য বলে প্রমাণ করতে পারবেন। চাকরি দেওয়ার আগে ফ্রিতে ট্রেনিং দেওয়া হবে আর ট্রেনিং চলাকালীন দেওয়া হবে স্টাইপেন্ড। এরপরেও এক নজরে দেখে নিন সুবিধাগুলো।
- প্রথমত এই ইন্টার্নশিপ স্কিমে একজন প্রার্থীকে নির্দিষ্ট বিষয়ে কাজের ক্ষেত্রে সক্ষম করে তোলা হয় যাতে তিনি দক্ষতার সঙ্গে সেই ফিল্ডে কাজ করতে পারেন।
- ইন্টার্নশিপের প্রশিক্ষণ শেষ হলে ওই প্রার্থীকে একটি সার্টিফিকেট প্রদান করা হবে।
- প্রশিক্ষণ চলাকালীন সংশ্লিষ্ট প্রার্থীকে মাসিক ১০ হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।
- ইন্টার্নশিপ কমপ্লিট করার পর দক্ষতা অনুযায়ী প্রার্থীকে রাজ্য সরকার সরাসরি নিয়োগ দেবে একাধিক বিভাগে।
আরো পড়ুন :- মহাকাশে সামরিক ঘাঁটি গড়বে ভারত, শূন্যে টহল দেবে সেনা
WB Govt Internship Scheme Eligibility
পশ্চিমবঙ্গ সরকারের ইন্টার্নশিপ প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে হলে অবশ্যই কিছু যোগ্যতা রয়েছে। যেমন প্রার্থীদের অবশ্যই আইটিআই কিংবা ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। শুধু তাই নয়, এর পাশাপাশি কোর্সে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর নিয়ে পাস করে থাকতে হবে। রাজ্য সরকার-এর উচ্চ শিক্ষা দপ্তর কর্তৃক সারা রাজ্য জুড়ে মোট ৭৫০০ জন পড়ুয়াকে ইন্টার্নশিপে নিযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য জুড়ে বিশ্ববিদ্যালয় গুলির তরফে এই ইন্টার্নশিপে নিয়োগের প্রক্রিয়া শুরু করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি জারি করেনি রাজ্য সরকার। আমি খুব শীঘ্রই এই ইন্টার্নশিপ প্রকল্প রাজ্যে শুরু হয়ে যাবে।
আরো পড়ুন :- কল্যাণী AIIMS কর্মী নিয়োগ হচ্ছে, মাসিক বেতন ৩০ হাজার টাকা
আরো পড়ুন:- হেয়ার অয়েল নাকি ভোজ্য তেল? নারকেল তেল নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের
কী কারণে আজও অবিবাহিত পায়েল ? সিক্রেট জানলেন অবাক হবেন…https://t.co/OnLSEazndh
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
পুরুষরা সাবধান ! ভুল অন্তর্বাসেই যৌনতায় পড়বে ভাটা, জেনে নিন বিশেষজ্ঞদের মতhttps://t.co/ubWQD3IyIV
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
এক ছোঁয়াতেই বন্ধ হয় দরজা ! জানেন, শোভন-বৈশাখী কত লক্ষ টাকার গাড়ি চড়েন ?https://t.co/Ju9zwaum88
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024