Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মরা বেড়াল হাতে নিয়ে সটান থানায় হাজির তরুণী! তাঁর সন্দেহ, প্রিয় পোষ্যের এই নির্মম পরিণতির পিছনে তাঁর লিভ–ইন পার্টনারের হাত থাকতে পারে। বেড়ালটিকে হয় বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে, নয়তো ঠিক মতো যত্ন না–নেওয়ার কারণে তার মৃত্যু হয়েছে, তরুণীর এমনই আশঙ্কা।
নেতাজি নগর থানার পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে বেড়ালটির মৃতদেহের ময়না–তদন্ত করে মৃত পোষ্যটিকে ওই তরুণীর হাতে তুলে দিয়েছে। এখন ময়না–তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ। সপ্তাহ খানেক আগে ওই তরুণীই তাঁর লিভ–ইন পার্টনার যুবকের বিরুদ্ধে থানায় মারধরের লিখিত অভিযোগ দায়ের করেন।
সেই অভিযোগের ভিত্তিতে নেতাজি নগর থানায় একটি মামলাও রুজু করা হয়েছে। তার চার দিন পর ওই তরুণীর অভিযোগ তাঁর পোষ্যের ‘অস্বাভাবিক মৃত্যু’ নিয়ে। তবে বেড়ালের ব্যাপারে তিনি লিখিত কোনও অভিযোগ রবিবার রাত পর্যন্ত দায়ের করেননি।
আরও পড়ুন:– মহাকাশে এই প্রথম ভেসে বেড়ানো শুরু করল প্রকৃতির দান, লেখা হল নতুন ইতিহাস
পুলিশের বক্তব্য, বেড়ালের মৃত্যু নিয়ে ওই তরুণী তাঁর লিভ–ইন পার্টনারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলে সেই মতো আইনি পদক্ষেপ করা হবে। যদিও তরুণীর লিভ–ইন পার্টনার যুবক বেপাত্তা বলে পুলিশ জানিয়েছে।
পাটুলিতে মাস তিনেক আগে সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় নামে এক শিক্ষিকা অভিযোগ করেছিলেন যে, তাঁর রয়্যাল বেঙ্গল ক্যাট ‘বাঘিনি’–কে হত্যা করা হয়েছে। তাঁর অভিযোগের তির ছিল আবাসনেরই এক প্রতিবেশীর দিকে। সেই বেড়ালেরও মৃতদেহের ময়নাতদন্ত হয়, ঘটনার তদন্ত এখনও চলছে।
পুলিশ সূত্রের খবর, বছর পঁচিশের ওই তরুণী লিভ–ইন সম্পর্কে এক যুবকের সঙ্গে বেশ কিছু দিন ছিলেন নেতাজি নগর এলাকায়। কিন্তু সঙ্গী যুবকের সঙ্গে গোলমালের জেরে কিছু দিন আগে তিনি নিজের বাড়িতে চলে যান। সপ্তাহ খানেক আগে তিনি নেতাজি নগর থানায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, তার রেশ কাটতে না–কাটতেই দিন তিনেক আগে ওই তরুণী তাঁর মা–কে নিয়ে ফের থানায় যান। এ বার তরুণীর হাতে মরা বেড়াল।
পুলিশকে ওই তরুণী জানান, তিনি বেড়ালদের খাবার দেন, পোষেন ও তাদের যত্ন করেন। তরুণীর অভিযোগ, নেতাজি নগরে তিনি যে বেড়ালদের খাবার দিতেন, তাঁর সঙ্গী ওই যুবক সেই বেড়ালগুলোর যত্ন নেননি। তাঁর সন্দেহ, বেড়ালটিকে হয়তো বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে। পুলিশ জানায়, বেলগাছিয়ায় ময়না–তদন্ত হওয়ার পর পোষ্যের দেহটি তুলে দেওয়া হয়েছে তরুণীর হাতে।
আরও পড়ুন:– একরত্তি মেয়ের চিকিৎসায় বিপুল খরচ, অভিষেকের দ্বারস্থ পরিবার
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025