বেতন ১৩ হাজার, অফিসের ২১ কোটি হাতিয়ে প্রেমিকাকে ফ্ল্যাট-বিএমডব্লিউ উপহার যুবকের

By Bangla News Dunia Dinesh

Published on:

BMW

Bangla News Dunia, দীনেশ :- মাসিক বেতন ১৩ হাজার টাকা। মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজিনগরের সরকারি স্পোর্টস কমপ্লেক্সের চুক্তিভিত্তিক কর্মী হর্ষলকুমার ক্ষীরসাগর এই মাসিক আয়েই প্রেমিকাকে উপহার দিলেন ৪ বিএইচকে ফ্ল্যাট, বিএমডব্লিউ গাড়ি, বাইক। অভিযোগ, অফিসের নথি ব্যবহার করে হর্ষল ২১ কোটি টাকা চুরি করেছে। সেই অর্থেই উপহার।

আরো পড়ুন :- মাত্র 3,530 টাকা ঢেলে 33 কোটি রিটার্ন ! 6 মাসে কোটিপতি বিনিয়োগকারীরা, জানুন সেই মাল্টিব্যাগার শেয়ার সম্পর্কে

খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় মহারাষ্ট্রে। পুলিশ হর্ষল কুমারের নাগাল পায়নি। হর্ষলকে মদত দেওয়ার অভিযোগে তার সহকর্মী যশোদা শেট্টি ও তাঁর স্বামী বিকে জীবনকে পুলিশ গ্রেপ্তার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে হর্ষলের কেনা নতুন সম্পত্তি।

আরো পড়ুন :- ভয়ঙ্কর যুদ্ধ কি আসন্ন ? পাক সীমান্তের দিকে এগোচ্ছে ১৫ হাজার তালিবান সেনা

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হর্ষল কোম্পানির পুরোনো লেটার হেড ব্যবহার করে ব্যাংককে ই-মেল করেছিল। পলাতক ওই মেলে সংস্থাটির পুরোনো ই-মেল অ্যাকাউন্ট বদলানোর অনুরোধ জানায়। নিজে অন্য একটি ই-মেল অ্যাকাউন্ট খুলে অফিসের ঠিকানায় তার লিঙ্ক করায়। নতুন ই-মেল অ্যাকাউন্টের সঙ্গে তার আসল ই-মেলের অ্যাড্রেসের একটি অক্ষরের তফাৎ ছিল। ব্যাংক সেই নতুন ই-মেল সংস্থার অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত করায় কোম্পানির যাবতীয় ওটিপি ও অন্য তথ্য হাতে পায় হর্ষল। তারপরেই ১৩টি ব্যাংক অ্যাকাউন্ট খুলে জুলাইয়ের ১ তারিখ থেকে ৭ ডিসেম্বরের মধ্যে ২১.৬ কোটি টাকা ট্রান্সফার করে। পুলিশের ধারণা, গোটা বিষয়টির সঙ্গে আরও বহু ব্যক্তি জড়িয়ে রয়েছেন।

আরো পড়ুন :- ফোন ধরলেই সর্বনাশ ! এই নম্বরগুলি থেকে কল আসলে ভুলেও তুলবেন না

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন