Bangla News Dunia, দীনেশ :- মাসিক বেতন ১৩ হাজার টাকা। মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজিনগরের সরকারি স্পোর্টস কমপ্লেক্সের চুক্তিভিত্তিক কর্মী হর্ষলকুমার ক্ষীরসাগর এই মাসিক আয়েই প্রেমিকাকে উপহার দিলেন ৪ বিএইচকে ফ্ল্যাট, বিএমডব্লিউ গাড়ি, বাইক। অভিযোগ, অফিসের নথি ব্যবহার করে হর্ষল ২১ কোটি টাকা চুরি করেছে। সেই অর্থেই উপহার।
খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় মহারাষ্ট্রে। পুলিশ হর্ষল কুমারের নাগাল পায়নি। হর্ষলকে মদত দেওয়ার অভিযোগে তার সহকর্মী যশোদা শেট্টি ও তাঁর স্বামী বিকে জীবনকে পুলিশ গ্রেপ্তার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে হর্ষলের কেনা নতুন সম্পত্তি।
আরো পড়ুন :- ভয়ঙ্কর যুদ্ধ কি আসন্ন ? পাক সীমান্তের দিকে এগোচ্ছে ১৫ হাজার তালিবান সেনা
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হর্ষল কোম্পানির পুরোনো লেটার হেড ব্যবহার করে ব্যাংককে ই-মেল করেছিল। পলাতক ওই মেলে সংস্থাটির পুরোনো ই-মেল অ্যাকাউন্ট বদলানোর অনুরোধ জানায়। নিজে অন্য একটি ই-মেল অ্যাকাউন্ট খুলে অফিসের ঠিকানায় তার লিঙ্ক করায়। নতুন ই-মেল অ্যাকাউন্টের সঙ্গে তার আসল ই-মেলের অ্যাড্রেসের একটি অক্ষরের তফাৎ ছিল। ব্যাংক সেই নতুন ই-মেল সংস্থার অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত করায় কোম্পানির যাবতীয় ওটিপি ও অন্য তথ্য হাতে পায় হর্ষল। তারপরেই ১৩টি ব্যাংক অ্যাকাউন্ট খুলে জুলাইয়ের ১ তারিখ থেকে ৭ ডিসেম্বরের মধ্যে ২১.৬ কোটি টাকা ট্রান্সফার করে। পুলিশের ধারণা, গোটা বিষয়টির সঙ্গে আরও বহু ব্যক্তি জড়িয়ে রয়েছেন।
আরো পড়ুন :- ফোন ধরলেই সর্বনাশ ! এই নম্বরগুলি থেকে কল আসলে ভুলেও তুলবেন না