Bangla News Dunia, বাপ্পাদিত্য:- হিন্দুদের জন্মহার কমে যাচ্ছে বলে দাবি করে উদ্বেগ প্রকাশ করল বিশ্ব হিন্দু পরিষদ। প্রতি পরিবারের অন্তত তিন জন সন্তানের জন্ম দেওয়া প্রয়োজন বলে মনে করছে এই হিন্দুত্ববাদী সংগঠন।
উত্তরপ্রদেশে আয়োজিত বিরাট সন্ত সম্মেলনে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বজরং লাল বাঙরা বলেন, ‘হিন্দু পরিবারে জন্মহার ক্রমশ কমছে। এর ফলে দেশের জনসংখ্যাতেও প্রভাব পড়ছে। হিন্দু সাধু-সন্তরা পরামর্শ দিয়েছেন, প্রতিটি হিন্দু পরিবারে অন্তত তিন সন্তান জন্ম দেওয়া প্রয়োজন।’
পাশাপাশি বাংলাদেশে ইচ্ছাকৃত ভাবে এবং ষড়যন্ত্র করে হিন্দুদের উপর অত্যাচার করার চেষ্টা চলছে বলেও উল্লেখ করেছেন বিশ্ব হিন্দু পরিষদের এই শীর্ষ নেতা। বজরং লাল বাঙরা বলেন, ‘ভারতেও কিছু কিছু ষড়যন্ত্রকারী হিন্দুদের হুমকি দিয়ে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করতে চাইছে। বিষয়টি নিয়ে ভাবনাচিন্তার সময় এসেছে। ওয়াকফ বোর্ডের স্বৈরাচারী এবং সীমাহীন অধিকার খর্ব করতে কেন্দ্রীয় সরকার একটি আইন আনছে।’
আরও পড়ুন:– কোন ব্যাঙ্ক থেকে পার্সোনাল লোন নেওয়া সুবিধাজনক? প্রসেসিং চার্জ কার বেশি? রইল তালিকা
উত্তরপ্রদেশের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ‘মহাকুম্ভতে দেশের সনাতন ধর্মের প্রতিচ্ছবি দেখা গিয়েছে। গোটা বিশ্ব তা দেখেছে। সনাতন ধর্মের রক্ষা করার ক্ষেত্রে বিশ্ব হিন্দু পরিষদের অবদান অতুলনীয়। এই সন্ত সম্মেলনে সেই অবদানই ধরা পড়েছে।’ তিনি আরও জানান, ১৯৮০ সালের পর থেকে বিশ্ব হিন্দু পরিষদ তাদের বহু সিদ্ধান্ত এবং পদক্ষেপ গ্রহণ করেছেন উত্তরপ্রদেশের মাটি থেকেই। গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গম থেকে নেওয়া সেই সব পদক্ষেপ বিশেষ উল্লেখযোগ্য বলে জানান যোগী।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কথায়, ‘অশক সিংহল আজ আমাদের মধ্যে সশরীরে উপস্থিত নেই তবে তিনি আমাদের উপর গর্বিত। সনাতন ধর্ম ৫০০ বছর ধরে যে স্বপ্ন দেখেছে, তা আজ সত্যি হয়েছে। রামলালা তাঁর নিজের জন্মস্থানে অধিষ্ঠিত হয়েছেন।’
আরও পড়ুন:– চিনকে চাপে ফেলে ইন্দোনেশিয়ার সঙ্গে সখ্য বাড়ানোর পথে ভারত! জানুন বিস্তারিত
আরও পড়ুন:– আধার কার্ড দেখিয়ে 10,000 টাকার লোন নিতে পারবেন। কী কী শর্ত রয়েছে? কিভাবে আবেদন করবেন জানুন