বেশি পেনশন পাওয়ার শেষ সুযোগ ! আবেদনের মেয়াদ বাড়াল ইপিএফও, জেনে নিন সব তথ্য

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

EPFO

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পেনশনভোগীদের বড় স্বস্তি দিয়েছে ইপিএফও। নিয়োগকারী সংস্থা বা নিয়োগকর্তাকে 31 জানুয়ারি, 2025 পর্যন্ত 3.1 লক্ষ উচ্চ পেনশনের (Higher EPS pension) আবেদনগুলির তথ্য জমা দেওয়ার সুযোগ দিয়েছে EPFO। অর্থাৎ, নিয়োগকর্তাকে তার কর্মীদের বেতন সংক্রান্ত প্রতিটি তথ্য অনলাইনে আপলোড করার জন্য বাড়তি সময় দেওয়া হয়েছে।

ইপিএফও 18 ডিসেম্বর, 2024-এ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। ওই বিজ্ঞপ্তিতে ইপিএফও নিয়োগকারীদের 31 জানুয়ারি, 2025 পর্যন্ত তার কর্মীদের বেতন সংক্রান্ত যাবতীয় তথ্য জমা দেওয়ার সুযোগ দিয়েছে ৷

এর আগে, নিয়োগকর্তাদের 30 সেপ্টেম্বর, 2023 পর্যন্ত সময় দেওয়া হয়েছিল ইপিএস পেনশনভোগী এবং ইপিএফ সদস্যদের বেতনের বিবরণ ইত্যাদি অনলাইনে জমা দেওয়ার জন্য। এর পরে, নিয়োগকর্তারা যাতে তার কর্মীদের উচ্চতর পেনশনের আবেদনগুলি জমা দিতে সক্ষম হন, তা নিশ্চিত করার জন্য 31 ডিসেম্বর, 2023 পর্যন্ত এবং পরে ওই সময়সীমা 31 মে, 2024 পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছিল।

আরো পড়ুন: ভারতীয় বায়ুসেনায় প্রচুর অগ্নিবীর নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখেনিন  

কীভাবে পেনশন আবেদনের বর্তমান স্থিতি দেখবেন?

যে কোনও ইপিএস পেনশনভোগী EPFO ​​পোর্টালে গিয়ে পেনশনের জন্য তার আবেদনের পরবর্তী পরিস্থিতি দেখে নিতে পারেন। এর জন্য, প্রথমে https://unifiedportal-mem.epfindia.gov.in/memberInterfacePohw/- এ যেতে হবে ৷ তারপরে ‘এপিএস হাই পেনশন অ্যাপ্লিকেশন ট্র্যাক স্ট্যাটাস’ বিকল্পে ক্লিক করতে হবে । এবার এনরোলমেন্ট নম্বর, UAN, PPO নম্বর এবং ক্যাপচা কোড লিখতে হবে।

এ ক্ষেত্রে বর্তমানে কর্মরত পেশাদারদের UAN নম্বর দিতে হবে, আর ইপিএস পেনশনভোগীদের PPO নম্বর দিতে হবে । এর পরে, পরিচয় নিশ্চিত করতে চেক বক্সে ক্লিক করে আধার নম্বর, বায়োমেট্রিক/ওয়ান-টাইম পিন (OTP) শেয়ার করতে হবে । ওয়ান-টাইম পিনের জন্য, আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড যাবে । পেনশন আবেদনের পরবর্তী পরিস্থিতি জানতে এই OTP সাইটের নির্দিষ্ট অংশে লিখতে হবে।

আরো পড়ুন:– গরমের দেশ ভারত, সূর্যের আলো প্রচুর, তাও দেহে ভিটামিন ডি কম, এর সমাধান বললেন ডাক্তারবাবু, জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন