Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সপ্তাহের শেষ ট্রেডিং দিনে শেয়ার বাজার খুলতেই দাম বেড়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়ের স্টকের। গত ট্রেডিং সেশনের থেকে প্রায় ৫০ টাকা বেশিতে এ দিন ট্রেডিং শুরু হয় মুকেশ আম্বানির সংস্থার শেয়ারের। প্রায় ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৩২২ টাকায় শুক্রবার ট্রেডিং শুরু হয়েছে রিল-এর। ১ হাজার ৩২৬ টাকায় তা পৌঁছেছিল। যদিও ঘণ্টাখানেক পর কিছুটা নেমে আসে রিলায়েন্সের স্টক। বেলা ১০টার সময় ২.৩৬ শতাংশ বেড়ে এই স্টকের দাম রয়েছে ১ হাজার ২৯৬ টাকা। চলতি অর্থবর্ষের তৃতীয় কোয়ার্টারের আর্নিংস ভালো হওয়াতেই রিলায়েন্সের স্টকের এই বৃদ্ধি বলে মত বিশেষজ্ঞদের। এ পরিস্থিতি কী রিলায়েন্সের স্টক কেনা উচিত? কী বলছেন বিশেষজ্ঞরা?
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ় লিমিটেড বৃহস্পতিবার প্রকাশ করেছে চলতি অর্থবর্ষের অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকের আয়-ব্যয়ের বিবরণ। তাতে দেখা গিয়েছে, এই কোয়ার্টার বা ত্রৈমাসিকে মুকেশ আম্বানির সংস্থার কনসলিডেটেড নেট প্রফিট ১১.৯ শতাংশ বেড়েছে। সেই সঙ্গে রেভিনিউ গত বছরের এই কোয়ার্টারের থেকে ৭.৭ শতাংশ বেড়ে হয়েছে ২.৬৭ লক্ষ কোটি টাকা। রিলায়েন্সের EBITDA বেড়েছে প্রায় ৭.৮ শতাংশ। এনার্জি, রিটেল এবং ডিজিটাল সেকশনে ব্যবসা ভালো হওয়াতেই রিল-এর সামগ্রিক বৃদ্ধি। এই বৃদ্ধি নিয়ে মুকেশ আম্বানি বলেছেন, ‘নতুন বেঞ্চমার্ক আমাদের ব্যবসায় স্থায়িত্বকে তুলে ধরে।’
থার্ড কোয়ার্টারে রিলায়েন্সের এই পারফরম্যান্স লগ্নিকারীদের উৎসাহিত করেছে রিলায়েন্সের স্টকে বিনিয়োগের জন্য। শেয়ার বাজার সংক্রান্ত বিশেষজ্ঞদের একাংশও রিলায়েন্সের স্টক কেনার পরামর্শ দিয়েছেন। এ ব্যাপারে চয়েস ব্রোকিংয়ের এগজ়িকিউটিভ ডিরেক্টর সুমিত বাগারিয়া বলেছেন, ‘লগ্নিকারীদের জন্য রিলায়েন্সের স্টক কেনা এখন আদর্শ সময়। স্বল্প সময়েই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ় লিমিটেডের শেয়ার দর ১৪০০ টাকার গণ্ডি পার করতে পারে।’ দীর্ঘমেয়াদে লগ্নির জন্য রিলায়েন্সের স্টকে টার্গেট প্রাইস ১ হাজার ৫৩০ টাকা বলে জানিয়েছেন ওই বাজার বিশেষজ্ঞ। আগামী দিনে দেশের সবথেকে ধনী ব্যক্তির মালিকানাধীন সংস্থা নিয়ে লগ্নিকারীদের আগ্রহ যে বাড়বে, সে ইঙ্গিত মিলেছে শুক্রবার সকালেই।
(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)
আরও পড়ুন:– সংঘর্ষে নিহত ১২ মাওবাদী সদস্য, ফের বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর
আরও পড়ুন:– পুলিশকে গুলি করে উধাও, খুঁজে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার, কে এই ‘ওয়ান্টেড’ সাজ্জাক?