Bangla News Dunia , Pallab : ব্যাঙ্কের নিয়মে বড় বদল। আপনার অ্যাকাউন্টে একজন নয়, চারজন নমিনি যোগ করতে পারবেন। লোকসভায় পাশ হয় ব্যাঙ্কিং আইন (সংশোধনী) বিল। বিলে ব্যাঙ্কিং সংক্রান্ত ৫টি আইনে মোট ১৯টি সংশোধনের কথা বলা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, গ্রাহকদের আরও সহজ ব্যাঙ্কিং পরিষেবা দিতেই এই সংশোধনী বিল আনা হয়েছে।
আরো পড়ুন :- আর দরকার নেই মোবাইল টাওয়ারের, স্যাটেলাইটের মাধ্যমেই চলবে ফোন, নতুন ঘোষণা
ব্যাঙ্ক, কোঅপারেটিভ সংস্থা, যেগুলি ব্যাঙ্কিং পরিষেবা দেয়, তাতে আরও ভাল ও উন্নত পরিষেবা দেওয়ার জন্য এই বিল আনা হয়েছে। পাশাপাশি বিনিয়োগকারীদের সুরক্ষা এবং বেসরকারি ব্যাঙ্কে আরও ভাল পরিষেবাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিনিয়োগকারীদের সুরক্ষা ও নমিনেশনেও সুবিধা হবে।”
অর্থমন্ত্রী জানান, একজনের বদলে একাধিক নমিনি থাকার অন্যতম সুবিধা হবে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পর তা ‘আনক্লেইমড ক্যাটেগরি’তে চলে যাবে না। নমিনিরা অ্যাকাউন্টের অর্থে অংশীদারিত্ব পাবে। #Short News
আরো পড়ুন :- ভারতের একমাত্র রাজ্য যা ৩ দেশ দিয়ে ঘেরা! জনসংখ্যা ৯১ মিলিয়ন